Ajker Patrika

বিদেশিরা নয়, জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করবে: আইনমন্ত্রী

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
বিদেশিরা নয়, জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বাংলাদেশের জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করবেন, বিদেশিরা নয়। শুনেছি কেউ কেউ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছে নালিশ করেন তাদের তদারকি ছাড়া নাকি বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে না। বিদেশিরা এসে কাউকে ক্ষমতায় বসিয়ে দেবেন এটা দুঃস্বপ্ন। জনগণই তাদের পরবর্তী নেতা নির্বাচন করবেন। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল।’ 

আজ রোববার দুপুরে কসবা তফজ্জল আলী (টি. আলী) ডিগ্রী কলেজ মাঠে এবি (আরব-বাংলাদেশ) ব্যাংকের সহায়তায় এলাকার ১ হাজার ৮০০ কৃষক-কৃষাণীর মধ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

আইনমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশের কৃষকের মুখে হাসি ফোটানো। খাদ্যে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করা। আজ তাঁর কন্যা শেখ হাসিনা কৃষি ও কৃষকদের প্রাধান্য দিচ্ছেন। বাংলাদেশ এখন খাদ্যে স্বনির্ভর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও কৃষি কাজ করেন। আমি নিজেও কৃষি কাজ করি তাই আমরা কৃষকের দুঃখ-দুর্দশার কথা জানি।’ 

মন্ত্রী আরও বলেন, ‘করোনা মহামারিতে আমাদের দেশের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারপর ইউক্রেন-রাশিয়া যুদ্ধে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। আমরা বাজার নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিয়েছি। এরপরও আমরা অন্যান্যদের তুলনায় ভালো আছি।’ 

সরকার উন্নয়নের জন্য প্রথমেই বিদ্যুৎ খাতকে প্রাধান্য দিয়েছিলেন বলে মন্ত্রী করে মন্ত্রী বলেন, ‘২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিদ্যুতের নাজুক পরিস্থিতি কাটিয়ে প্রতিটি ঘরে বিদ্যুৎ নিশ্চিত করেছেন। এখন প্রতিটি কৃষকের পরিবারে বিদ্যুৎ আছে। সরকার ইরি ও বোরো চাষে কৃষকদের সেচ ও অন্যান্য সুবিধায় প্রণোদনা দিচ্ছে। এক কথায় শেখ হাসিনার সরকার কৃষকবান্ধব সরকার।’ 

এবি ব্যাংকের প্রেসিডেন্ট তারেক আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন, কসবা পৌর মেয়র এম. জি হাক্কানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিমুল এহসান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন, সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল। 

আরও উপস্থিত ছিলেন—সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) দেলোয়ার হোসেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বকুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম ও জেলা পরিষদ সদস্য আব্দুল আজিজ প্রমুখ। 

পরে মন্ত্রী এবি ব্যাংকের সহায়তায় জেলা ও উপজেলা মিলিয়ে স্মার্ট কার্ডের মাধ্যমে প্রায় ১ হাজার ৮০০ কৃষক-কৃষাণীর মধ্যে ১০ কোটি কৃষি ঋণ বিতরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত