মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
চলছে বৈশাখ। আর কদিন পর শুরু হবে মধু মাস জ্যৈষ্ঠ। মধু মাসে রসাল ফলের কদর সব জায়গায় বেশি। পাহাড়ি ফল হলে তো কথাই নেই! পাহাড়ে চাষ হচ্ছে কাঁঠাল। সুমিষ্ট পাহাড়ি এ কাঁঠাল সমতলেও রয়েছে চাহিদা।
খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় আম, লিচুর পাশাপাশি কাঁঠাল উৎপাদন কম নয়। বিশেষ করে জেলার মানিকছড়ি, গুইমারা, রামগড়, মাটিরাঙ্গা, দীঘিনালা, পানছড়ি উপজেলায় কাঁঠাল উৎপাদনে রেকর্ড রয়েছে। আর এসব উপজেলায় উৎপাদিত কাঁঠাল বেচাকেনার জমজমাট হাট দীঘিনালা, মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ির তিনটহরী ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বাজারে।
কাঁঠালের মৌসুম আসার আগেই এখানকার স্থানীয় পাইকারেরা আগেভাগে বাগান কিনে পরিচর্চা করেন। গাছের ৫০ থেকে ৬০ শতাংশ ফল পরিপক্ব হওয়ামাত্রই বেশি দামের আশায় বাজারে কাঁঠাল বেচা শুরু করেন। উল্লেখিত বাজারগুলোতে বর্তমান সময়ে দৈনিক গড়ে ৩০-৩৫ ট্রাক কাঁঠাল সমতলে যাচ্ছে।
মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ী মো. বাবলু মিয়া বলেন, মাটিরাঙ্গা উপজেলার আট ইউনিয়নে প্রচুর পরিমাণ কাঁঠালের চাষ হয়। পুরো মৌসুমে এখান থেকে দৈনিক ১০০ ট্রাক কাঁঠাল সমতলে যায়।
গুইমারা উপজেলার প্রান্তিক কৃষক মং মং মারমা আজকের পত্রিকাকে বলেন, এই জনপদের লোকজনের কাঁঠাল ও কলা চাষই আয়-রোজগারের উৎস।
এখানকার প্রবীণ সংবাদকর্মী মো. নুরুল আলম বলেন, কাঁঠাল উৎপাদন ও বাজারজাতে গুইমারার ঐতিহ্য রয়েছে। এখানে এখনো দৈনিক ১০-১২ ট্রাক কাঁঠাল সমতলে যায়।
ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বাজারের কাঁঠাল ব্যবসায়ী মো. আবদুল মতিন বলেন, এই বাজার সমতল এলাকায় হলেও এখানে বসে পাহাড়ি এলাকার রসাল ফলের জমজমাট আসর! পুরো মৌসুমে এখান থেকে দৈনিক ৯০-১০০ ট্রাক কাঁঠাল সমতলে যায়।
খাগড়াছড়ি জেলার আরেকটি বড় ও গুরুত্বপূর্ণ বাজার তিনটহরী বাজার। এই বাজারে উপজেলার পাশাপাশি লক্ষ্মীছড়ি উপজেলার উৎপাদিত কাঁঠালও বেচাকেনা হয়।
আজ শুক্রবার সকালে বাজারে গিয়ে দেখা গেছে ছয়টি ট্রাকে কাঁঠাল লোড দেওয়া হচ্ছে। এ সময় পাইকার মো. ইউছুফ মিয়া বলেন, ‘বর্তমানে এখানে ৬০ থেকে ৬৫ টাকায় আমরা কাঁঠাল কিনে নিচ্ছি।’
সমতলের বর্তমান কাঁঠালের বাজারদর সম্পর্কে তিনি বলেন, কাঁচা ফলের বাজারের ঠিক নেই। আজ ভালো, কাল কম। তবে এখন গড়ে ১২০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মানিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা (অ. দা) ওঙ্কার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, পাহাড়ের রসাল ফল সমতলে কদর বেশি। কাঁঠালের মৌসুমে জেলার ৫-৬টি বাজার থেকে প্রতিদিন প্রায় ২০০ ট্রাক কাঁঠাল সমতলে যায়। আর এখন ৩০-৩৫ ট্রাক কাঁঠাল সমতলে যায়। তবে এখানকার ফল অনেক সুস্বাদু।
চলছে বৈশাখ। আর কদিন পর শুরু হবে মধু মাস জ্যৈষ্ঠ। মধু মাসে রসাল ফলের কদর সব জায়গায় বেশি। পাহাড়ি ফল হলে তো কথাই নেই! পাহাড়ে চাষ হচ্ছে কাঁঠাল। সুমিষ্ট পাহাড়ি এ কাঁঠাল সমতলেও রয়েছে চাহিদা।
খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় আম, লিচুর পাশাপাশি কাঁঠাল উৎপাদন কম নয়। বিশেষ করে জেলার মানিকছড়ি, গুইমারা, রামগড়, মাটিরাঙ্গা, দীঘিনালা, পানছড়ি উপজেলায় কাঁঠাল উৎপাদনে রেকর্ড রয়েছে। আর এসব উপজেলায় উৎপাদিত কাঁঠাল বেচাকেনার জমজমাট হাট দীঘিনালা, মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ির তিনটহরী ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বাজারে।
কাঁঠালের মৌসুম আসার আগেই এখানকার স্থানীয় পাইকারেরা আগেভাগে বাগান কিনে পরিচর্চা করেন। গাছের ৫০ থেকে ৬০ শতাংশ ফল পরিপক্ব হওয়ামাত্রই বেশি দামের আশায় বাজারে কাঁঠাল বেচা শুরু করেন। উল্লেখিত বাজারগুলোতে বর্তমান সময়ে দৈনিক গড়ে ৩০-৩৫ ট্রাক কাঁঠাল সমতলে যাচ্ছে।
মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ী মো. বাবলু মিয়া বলেন, মাটিরাঙ্গা উপজেলার আট ইউনিয়নে প্রচুর পরিমাণ কাঁঠালের চাষ হয়। পুরো মৌসুমে এখান থেকে দৈনিক ১০০ ট্রাক কাঁঠাল সমতলে যায়।
গুইমারা উপজেলার প্রান্তিক কৃষক মং মং মারমা আজকের পত্রিকাকে বলেন, এই জনপদের লোকজনের কাঁঠাল ও কলা চাষই আয়-রোজগারের উৎস।
এখানকার প্রবীণ সংবাদকর্মী মো. নুরুল আলম বলেন, কাঁঠাল উৎপাদন ও বাজারজাতে গুইমারার ঐতিহ্য রয়েছে। এখানে এখনো দৈনিক ১০-১২ ট্রাক কাঁঠাল সমতলে যায়।
ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বাজারের কাঁঠাল ব্যবসায়ী মো. আবদুল মতিন বলেন, এই বাজার সমতল এলাকায় হলেও এখানে বসে পাহাড়ি এলাকার রসাল ফলের জমজমাট আসর! পুরো মৌসুমে এখান থেকে দৈনিক ৯০-১০০ ট্রাক কাঁঠাল সমতলে যায়।
খাগড়াছড়ি জেলার আরেকটি বড় ও গুরুত্বপূর্ণ বাজার তিনটহরী বাজার। এই বাজারে উপজেলার পাশাপাশি লক্ষ্মীছড়ি উপজেলার উৎপাদিত কাঁঠালও বেচাকেনা হয়।
আজ শুক্রবার সকালে বাজারে গিয়ে দেখা গেছে ছয়টি ট্রাকে কাঁঠাল লোড দেওয়া হচ্ছে। এ সময় পাইকার মো. ইউছুফ মিয়া বলেন, ‘বর্তমানে এখানে ৬০ থেকে ৬৫ টাকায় আমরা কাঁঠাল কিনে নিচ্ছি।’
সমতলের বর্তমান কাঁঠালের বাজারদর সম্পর্কে তিনি বলেন, কাঁচা ফলের বাজারের ঠিক নেই। আজ ভালো, কাল কম। তবে এখন গড়ে ১২০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মানিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা (অ. দা) ওঙ্কার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, পাহাড়ের রসাল ফল সমতলে কদর বেশি। কাঁঠালের মৌসুমে জেলার ৫-৬টি বাজার থেকে প্রতিদিন প্রায় ২০০ ট্রাক কাঁঠাল সমতলে যায়। আর এখন ৩০-৩৫ ট্রাক কাঁঠাল সমতলে যায়। তবে এখানকার ফল অনেক সুস্বাদু।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
১৪ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
৩৫ মিনিট আগে২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই নয়জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে