Ajker Patrika

সংসদ নির্বাচনে ম্যাকানিজম হয়েছে: কুমিল্লায় আ. লীগ নেতার বক্তব্য ভাইরাল

কুমিল্লা প্রতিনিধি
সংসদ নির্বাচনে ম্যাকানিজম হয়েছে: কুমিল্লায় আ. লীগ নেতার বক্তব্য ভাইরাল

‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ম্যাকানিজম হয়েছে’ উল্লেখ করে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের দেওয়া বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘ভোটে আমরা হারিনি, ম্যাকানিজম করে হারানো হইছে, যেকোনো কারণে আমরা রেজাল্ট নিতে পারেনি। ৮২ হাজার ভোট কি কম? এগুলোর অনেক ইতিহাস, এগুলো আপনারা বুঝবেন না, আপনাদের ভাইঙ্গা বুঝাইতে অইব।’

এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘যাদেরকে আমি নেতা বানাইছি, তারা আমারে এখন ...(আঞ্চলিক গালি) দিয়াও গোনে না! আমাদের দলে অনেক মীর জাফর আছে, এগুলো যুগ যুগ ছিল থাকবে, তারা যদি ভালো হয়ে যায়, আমরাও ভালো হয়ে যাব। আর হজ করার পর যদি দেখি ভালো না হইছে, তাহলে মাঠে নাইম্যা পড়ব।’

সাড়ে চার মিনিটের ওই বক্তব্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার এসব বক্তব্য দেন।

গতকাল শনিবার বিকেলে রোশন আলী মাস্টার ওমরা পালনের উদ্দেশে মক্কায় গমন উপলক্ষে দেবিদ্বার পৌর এলাকার নিজ বাসভবনে আয়োজিত ইফতার মাহফিলে এই বক্তব্য দেন। ওই সময় সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল উপস্থিত ছিলেন।

নেতার এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা–কর্মীরা। প্রতিক্রিয়ায় তাঁরা বলেছেন, যেখানে প্রধানমন্ত্রী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করে সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেখানে তাঁর ওই বক্তব্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। ওই বক্তব্যে বর্তমান সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ভোট কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়েছেন— এটা তিনি প্রমাণ করতে চেয়েছেন। তাঁরা বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি তাঁকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকেও অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবীর বলেন, ‘তাঁর লাগামহীন এসব কর্মকাণ্ডে সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগ হাস্যরসে পরিণত হচ্ছে। তাঁকে কেউ থামাতেই পারছে না। এর আগে দ্বাদশ জাতীয় নির্বাচনের বিভিন্ন সভায় তিনি স্বতন্ত্র প্রার্থী ও তাঁর নেতা–কর্মীদের গালিগালাজ করে বক্তব্য রেখে বিতর্কিত হোন, যা সবাই দেখেছেন ও শুনেছেন। এর আগে বিএনপির এক নেতার সঙ্গে তাঁর ফোনালাপ ফাঁস হয়। ওই ফোনালাপে তাঁকে বলতে শোনা গেছে, আওয়ামী লীগ ও নৌকা যারা করে তারা সব রাজাকারের বাচ্চা! তাঁর কর্মকাণ্ডে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারাও বিব্রত। আসলে তিনি মাইক হাতে পেলে কী বক্তব্য দেবেন, হিতাহিত জ্ঞান হারাই ফেলেন!’

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারকে একাধিকবার ফোন কল করা হলেও তিনি রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত