লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে শারমিন আক্তার নূপুর নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরের দিকে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামে বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের শ্বশুর-শাশুড়ি পলাতক আছেন।
প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম। তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
নূপুর জেলার সদর উপজেলার দিঘলী ইউনিয়নের জামিরতলী গ্রামের ফখরুল ইসলামের পালক মেয়ে। এ ছাড়া দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামের ওমানপ্রবাসী মো. উল্যা লিটনের স্ত্রী। তাঁদের ঘরে আট মাস বয়সী এক ছেলেসন্তান রয়েছে।
পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানান, ২০২২ সালে লিটনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় নূপুরের। বিয়ের পর থেকে তাঁকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন শ্বশুরবাড়ির লোকজন। বিভিন্ন সময়ে যৌতুক দাবি করতেন তাঁরা। আজ সকাল ৭টার দিকে নূপুর মোবাইল ফোনে কল করে নির্যাতনের কথা জানান বাবার বাড়ির লোকজনকে। পরে ৯টার দিকে তাঁর মৃত্যুর সংবাদ পান তাঁরা। যৌতুকের দাবিতে নূপুরকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি নিহতের স্বজনদের।
নূপুরের মা মোফাস্বেরা বেগম বলেন, ‘আমার মেয়েকে প্রতিনিয়ত নির্যাতন করা হতো। আমাদের বাড়িতে আসতে দিত না। পালক মেয়ে বলে সব সময় অপমান করা হতো। আমি আমার মেয়ের হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি।’
প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের শ্বশুর-শাশুড়ি পলাতক আছেন বলে জানান ওসি মো. তৌহিদুল ইসলাম।
লক্ষ্মীপুরে শারমিন আক্তার নূপুর নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরের দিকে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামে বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের শ্বশুর-শাশুড়ি পলাতক আছেন।
প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম। তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
নূপুর জেলার সদর উপজেলার দিঘলী ইউনিয়নের জামিরতলী গ্রামের ফখরুল ইসলামের পালক মেয়ে। এ ছাড়া দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামের ওমানপ্রবাসী মো. উল্যা লিটনের স্ত্রী। তাঁদের ঘরে আট মাস বয়সী এক ছেলেসন্তান রয়েছে।
পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানান, ২০২২ সালে লিটনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় নূপুরের। বিয়ের পর থেকে তাঁকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন শ্বশুরবাড়ির লোকজন। বিভিন্ন সময়ে যৌতুক দাবি করতেন তাঁরা। আজ সকাল ৭টার দিকে নূপুর মোবাইল ফোনে কল করে নির্যাতনের কথা জানান বাবার বাড়ির লোকজনকে। পরে ৯টার দিকে তাঁর মৃত্যুর সংবাদ পান তাঁরা। যৌতুকের দাবিতে নূপুরকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি নিহতের স্বজনদের।
নূপুরের মা মোফাস্বেরা বেগম বলেন, ‘আমার মেয়েকে প্রতিনিয়ত নির্যাতন করা হতো। আমাদের বাড়িতে আসতে দিত না। পালক মেয়ে বলে সব সময় অপমান করা হতো। আমি আমার মেয়ের হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি।’
প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের শ্বশুর-শাশুড়ি পলাতক আছেন বলে জানান ওসি মো. তৌহিদুল ইসলাম।
ফেনীর দাগনভূঞার পানিতে ডুবে নাফিজ (৯) ও ইয়াছিন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে দাগনভূঞা উপজেলার চণ্ডীপুর গ্রামের মোহাম্মদ আলী মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাফিজ একই বাড়ির মো. নেজামের ও ইয়াছিন মো. সাইফুলের ছেলে। এদিকে একই বাড়ির দুই শিশুর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের
৫ মিনিট আগেসাতক্ষীরার তালা উপজেলায় আগুনে পুড়ে সানজিদা আক্তার তুলি (১৮) নামের এক কলেজছাত্রীর মারা যাওয়ার ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।
১০ মিনিট আগেমুন্সিগঞ্জ সদরে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে একের পর এক খুনের ঘটনা ঘটছে। ২৮ বছর ধরে চলা এই রক্তারক্তির সর্বশেষ শিকার হয়েছেন একজন গতকাল বৃহস্পতিবার রাতে। মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি এলাকায় রাত সাড়ে ১১টার দিকে একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
১৫ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড এলাকায় গ্যাস–সংকট নিরসনের দাবিতে বিক্ষুব্ধ গ্রাহকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর ঘণ্টাব্যাপী ধলপুর-সায়েদাবাদ সড়ক অবরোধ করে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় অত্র এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
৩৯ মিনিট আগে