Ajker Patrika

রামগড়ে করোনায় প্রাণ গেল আ. লীগ সভাপতির

প্রতিনিধি, রামগড় (খাগড়াছড়ি)
আপডেট : ২০ জুলাই ২০২১, ১৯: ২৭
রামগড়ে করোনায় প্রাণ গেল আ. লীগ সভাপতির

খাগড়াছড়ির রামগড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রামগড় ১ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আব্দুল জলিল মারা গেছেন। 

আজ মঙ্গলবার সকাল ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি রামগড় ১ নম্বর ইউনিয়নের থানাচন্দ্র পাড়া গ্রামের মোহাম্মদ আব্দুল হামিদের ছেলে। তিনি স্ত্রী, নয় সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে পার্শ্ববর্তী জেলা ফেনীর একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর করোনা পরীক্ষার নমুনা দেওয়া হলে করোনা পজেটিভ আসে। ডায়াবেটিকস এবং হৃদরোগের রোগী হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে চমেক হাসপাতালে পাঠানো হয়। পরে শারীরিক অবস্থা খারাপ হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

আব্দুল জলিল রামগড় ১ নম্বর ইউনিয়নের থানা চন্দ্র পাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড (থানাচন্দ্র পাড়া ও লালছড়ি) থেকে টানা দ্বিতীয় বারের মত ইউপি সদস্য নির্বাচিত হন। বর্তমানে ও ইউপি সদস্যের দায়িত্বে ছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত