Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচনের মনোনয়ন জমা দিলেন ৬ প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ২১: ১৪
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচনের মনোনয়ন জমা দিলেন ৬ প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ আগামী ৫ নভেম্বর। আজ বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়া দিন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

এবারের উপনির্বাচনে অংশ নিতে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, জাতীয় পার্টির প্রার্থী পার্টির যুগ্ম মহাসচিব মো. আব্দুল হামিদ ভাসানী, জাতীয় পার্টি সাবেক দুবারের সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী (রওশন এরশাদ গ্রুপ) জিয়াউল হক মৃধা, জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টির মো. আব্দুর রাজ্জাক এবং স্বতন্ত্র প্রার্থী মো. ইব্রাহিম। এই সময় প্রার্থীরা তাঁদের নেতা-কর্মীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে এই মনোনয়নপত্র জমা দেন।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, সকাল থেকে প্রার্থীরা সুষ্ঠু পরিবেশে তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৯ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত