Ajker Patrika

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ১৫টি দোকান

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ১৫টি দোকান

লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৫টি ব্যবসা-প্রতিষ্ঠান। গতকাল বুধবার গভীর রাতে এই অগ্নিকাণ্ড হয়। এতে করে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসা-প্রতিষ্ঠানের মধ্যে বেশির ভাগই কাপড়ের দোকান। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, বুধবার রাতে কাজ শেষ করে সবাই দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত সাড়ে তিনটার দিকে বাজারে আগুনের শিখা দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয় স্থানীয়রা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ১৫টি দোকান পুরোপুরি পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ব্যবসায়ীদের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

অগ্নিকাণ্ডে ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। তবে কোন দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।

মজুচৌধুরীরহাটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৫টি ব্যবসা-প্রতিষ্ঠান। ছবি: সংগৃহীতক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জুলহাস, সবুজ মিয়া ও সুমন জানান, রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যান তাঁরা। বাজারে আগুন লেগেছে বলে হঠাৎ ভোররাতে খবর পান। পরে এসে দেখেন দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে তাঁদের। অনেক দেনা-পাওনা করে ব্যবসা করছিলেন। এখন কী করবেন বুঝতে পারছেন না। চারদিকে অন্ধকার দেখছেন। সরকারি সহযোগিতা ছাড়া কোনোভাবেই এ পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়া সম্ভব নয় তাঁদের পক্ষে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মান্নান বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর মধ্যে ১৫টি দোকান পুড়ে যায়। এতে অনেক ক্ষতি হয়েছে। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত