Ajker Patrika

দলীয় মনোনয়ন নিয়ে দুই ভাগে বিভক্ত তিতাস আ. লীগ 

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৩: ০৮
দলীয় মনোনয়ন নিয়ে দুই ভাগে বিভক্ত তিতাস আ. লীগ 

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর তিতাসের ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে তিতাস উপজেলা আওয়ামী লীগ। 

জানা যায়, দুই গ্রুপের মধ্যে একটি গ্রুপ স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর, আরেকটি গ্রুপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেনের। দুই গ্রুপ থেকে উপজেলার ৯টি ইউনিয়নের ৫৪ জনের তালিকা পাঠিয়েছে কেন্দ্রে। দুই গ্রুপের তালিকায় একাধিক প্রার্থীর নাম রয়েছে বলেও জানা গেছে। উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটিতে দুই গ্রুপে তিনজন করে মনোনয়নপ্রত্যাশীর নাম রাখা হয়েছে। ১ নম্বর সাতানী ইউনিয়ন, ২ নম্বর জগৎপুর, ৩ নম্বর বলরামপুর, ৪ নম্বর কড়িকান্দি, ৫ নম্বর কলাকান্দি, ৬ নম্বর কলাকান্দি, ৭ নম্বর নারান্দিয়া, ৮ নম্বর জিয়াকান্দি ও ৯ নম্বর মজিদপুর ইউনিয়নে ৬ জন করে প্রর্থী রয়েছেন। 

এদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের সুনির্দিষ্ট গঠনতান্ত্রিক বিধি মোতাবেক তৃণমূলের রেজুলেশনের প্রয়োজনীয়তা রয়েছে। আওয়ামী লীগের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২৮ (৩) (ঙ) অনুযায়ী আগ্রহী প্রার্থীদের প্যানেল তৈরির জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগ বর্ধিত সভার আয়োজন করবে এবং আলাপ-আলোচনার মাধ্যমে প্রার্থীদের একটি প্যানেল সুপারিশের জন্য কেন্দ্রে পাঠাবে। 

উক্ত প্যানেল সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের (মোট ৬ জন) যুক্ত স্বাক্ষরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর নির্দেশনা থাকলেও তিতাসে তৃণমূল পর্যায়ে কোনো বর্ধিত সভা না করে উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন গ্রুপের উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূইয়া তাঁদের পছন্দমতো প্রার্থীদের তালিকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে তৃণমূল থেকে। 

অন্যদিকে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর অনুসারীরা গত রোববার ঢাকার নিটল নিলয় গ্রুপের মিলনায়তনে তিতাস আওয়ামী লীগের একাংশ জরুরি সভা করে। ওই সভায় উপজেলা আওয়ামী লীগের দুই-তৃতীয়াংশ সদস্য উপস্থিত হয়ে রেজুলেশন করে ৯টি ইউনিয়ন থেকে মনোনয়নপ্রত্যাশী ২৭ জনের তালিকা করেন। 

এ বিষয়ে জানতে ফোন করলে দুই গ্রুপের কোনো নেতাই ফোন রিসিভ করেননি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত