Ajker Patrika

নোয়াখালীতে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৮: ৫৬
নোয়াখালীতে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ীতে কিশোরী মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগে বাবাকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার গ্রেপ্তার বাবাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। 

এর আগে উপজেলার রাজারামপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের ঘটনায় মেয়েটি বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা প্রবাসে থাকায় তার বাবা ও ছোট ভাই মিলে একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে জন্মদাতা পিতা আগে আরও কয়েকবার ধর্ষণের মতো জোর করে মুখ চেপে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে এলাকাবাসী জড়ো হন। পরে এলাকাবাসীর সহায়তায় থানায় পিতার বিরুদ্ধে মামলা দায়ের করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত