পরশুরাম (ফেনী) প্রতিনিধি
অর্ধশত বছর পরে ফেনী-১ আসনটি নিজেদের কবজায় নিল আওয়ামী লীগ। এ আসনে এক লাখ ৮৭ হাজার ৭৬০ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
এর আগে স্বাধীনতার পর ১৯৭৩ সালের নির্বাচনে ওই আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন দেশ বরেণ্য সাংবাদিক এবিএম মুসা। তারপর থেকে আসনটি আওয়ামী লীগের হাতছাড়া।
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের ওই আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনেও বেগম খালেদা জিয়া সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি আর নির্বাচন করতে পারেননি।
২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে জোটের শরিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতারকে ছেড়ে দিলে তিনি সংসদ নির্বাচিত হন। তার মধ্যে একবার তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন।
জয়ী হয়ে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম তাঁর অনুভূতি ব্যক্ত করে আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ ৫০ বছর পরে আওয়ামী লীগ এই আসনটি ফিরে পেয়েছে।’ সে জন্য তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে ফেনী–১ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৯ হাজার ৩০৯ ভোট। প্রদত্ত ভোটের সংখ্যা এক লাখ ৯৫ হাজার ৬৯৮ ভোট। ৫৪.৪৬ শতাংশ। নৌকার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের শাহরিয়ার ইকবাল পেয়েছেন ৪ হাজার ১৯৫ ভোট, স্বতন্ত্র আবুল হাসেম চৌধুরী (ঈগল) ৩ হাজার ২৪ ভোট, তৃণমূল বিএনপির শাহজাহান সাজু (সোনালী আঁশ) ১ হাজার ৪ ভোট, মোমবাতি প্রতীকের কাজী নুরুল আলম ২ হাজার ৫৬৪ ভোট।
অর্ধশত বছর পরে ফেনী-১ আসনটি নিজেদের কবজায় নিল আওয়ামী লীগ। এ আসনে এক লাখ ৮৭ হাজার ৭৬০ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
এর আগে স্বাধীনতার পর ১৯৭৩ সালের নির্বাচনে ওই আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন দেশ বরেণ্য সাংবাদিক এবিএম মুসা। তারপর থেকে আসনটি আওয়ামী লীগের হাতছাড়া।
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের ওই আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনেও বেগম খালেদা জিয়া সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি আর নির্বাচন করতে পারেননি।
২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে জোটের শরিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতারকে ছেড়ে দিলে তিনি সংসদ নির্বাচিত হন। তার মধ্যে একবার তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন।
জয়ী হয়ে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম তাঁর অনুভূতি ব্যক্ত করে আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ ৫০ বছর পরে আওয়ামী লীগ এই আসনটি ফিরে পেয়েছে।’ সে জন্য তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে ফেনী–১ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৯ হাজার ৩০৯ ভোট। প্রদত্ত ভোটের সংখ্যা এক লাখ ৯৫ হাজার ৬৯৮ ভোট। ৫৪.৪৬ শতাংশ। নৌকার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের শাহরিয়ার ইকবাল পেয়েছেন ৪ হাজার ১৯৫ ভোট, স্বতন্ত্র আবুল হাসেম চৌধুরী (ঈগল) ৩ হাজার ২৪ ভোট, তৃণমূল বিএনপির শাহজাহান সাজু (সোনালী আঁশ) ১ হাজার ৪ ভোট, মোমবাতি প্রতীকের কাজী নুরুল আলম ২ হাজার ৫৬৪ ভোট।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
১৯ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২৭ মিনিট আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
১ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
১ ঘণ্টা আগে