Ajker Patrika

পলোগ্রাউন্ড মাঠে ঢুকতে শুরু করেছেন আ.লীগের নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১১: ৩৬
পলোগ্রাউন্ড মাঠে ঢুকতে শুরু করেছেন আ.লীগের নেতা-কর্মীরা

পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থলে প্রবেশ করতে শুরু করেছেন নেতা-কর্মীরা। বিভিন্ন জেলা, উপজেলা থেকে সকাল ৮টা থেকে বিশাল বিশাল মিছিল নিয়ে সভাস্থলে ঢুকছেন তাঁরা। প্রধানমন্ত্রীর কাছে দলের নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের প্রত্যাশা, দ্রব্যমূল্য কমিয়ে দেশে শান্তি বিরাজ রাখা।

বাদাম বিক্রেতা আনিসুর রহমান। তিনি বলেন, ‘পাঁচ বছর আগে সারা দিন বাদাম বিক্রি করে সংসার সামলিয়ে টাকা আরও জমা থাকত। এখন জিনিসপত্রের দাম বাড়ায় টাকা জমা রাখতে পারি না। প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা, জিনিসপত্রের দাম কমাক।’

রেলওয়ের পলোগ্রাউন্ড মাঠে সকাল ৯টায় বিশাল মিছিল নিয়ে আসেন সন্দ্বীপ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। এর আগে পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরীর অনুসারীরা মিছিল নিয়ে আসেন।

নগরীর লালখান বাজার মোড় থেকে সমাবেশস্থলে যাচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। জনসভা ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসএসএফ আগে থেকে জনসভাস্থলসহ সম্ভাব্য সব স্থানের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া নিরাপত্তার দায়িত্বে মাঠ ও আশপাশের এলাকায় ৭ হাজারের বেশি পুলিশ থাকছে।

প্রধানমন্ত্রী সমাবেশস্থলে আসবেন বেলা আড়াইটায়। তিনটার মধ্যে তিনি বক্তব্য দেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত