Ajker Patrika

বিএনপির সমাবেশ: কুমিল্লার টাউন হল মাঠ ছাড়িয়ে নেতা-কর্মীদের ঢল রাস্তায়

রেজা করিম ও দেলোয়ার হোসাইন আকাইদ, কুমিল্লা থেকে
আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১২: ২৩
বিএনপির সমাবেশ: কুমিল্লার টাউন হল মাঠ ছাড়িয়ে নেতা-কর্মীদের ঢল রাস্তায়

নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মী নিহত এবং চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে বিএনপির গণসমাবেশের অংশ হিসেবে আজ শনিবার কুমিল্লায় গণসমাবেশ করছে বিএনপি। বেলা ১১টায় শহরের কান্দিরপাড়ের ঐতিহাসিক টাউন হল মাঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়েছে।

সমাবেশ শুরুর আগে থেকেই কানায় কানায় ভরে যায় সমাবেশস্থল। এখনো নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসছেন। মাঠে জায়গা না হওয়ায় অনেক নেতা-কর্মীই রাস্তায় অবস্থান নিয়েছেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের মঞ্চে খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দুটি আসন ফাঁকা রাখা হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছেন।

সমাবেশস্থলে বিএনপির নেতা-কর্মীরাসরেজমিনে দেখা যায়, সকাল ১০টার আগেই নগরীর টাউন হল মাঠ ছাড়িয়ে রানীর বাজার সড়ক, কান্দিরপাড়-টমছমব্রিজ সড়ক, কান্দিরপাড়-পুলিশ লাইন সড়ক, জিলা স্কুল সড়ক, এ কে ফজলুল হক সড়কে নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। বিভিন্ন জেলা-উপজেলা থেকে একের পর এক মিছিল আসছে।

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশের পথে নেতা-কর্মীরা। উল্লেখ্য, গত ১২ অক্টোবর চট্টগ্রামে সমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় পর্যায়ে গণসমাবেশ কর্মসূচি পালন শুরু করে বিএনপি। এরপর ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর ও সিলেটে গণসমাবেশ করে দলটি।

কুমিল্লার গণসমাবেশে যোগ দিতে গত কয়েক দিন ধরেই আশপাশের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেন নেতা-কর্মীরা। দূরদূরান্ত থেকে আসা নেতা-কর্মীদের অনেকেই থেকেছেন সমাবেশস্থলে।

আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত