Ajker Patrika

চবির শেখ হাসিনা হলে ছাত্রীদের তালা

চবি প্রতিনিধি
আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০১: ২৩
চবির শেখ হাসিনা হলে ছাত্রীদের তালা

হলের বর্ধিত অংশ খুলে দেওয়া, লাইব্রেরি চালু করাসহ ৩ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জননেত্রী শেখ হাসিনা হলের অফিস কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হলের অফিস কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। পরে হলের প্রভোস্ট উপস্থিত হয়ে দাবি মানার আশ্বাস দিলে সাড়ে ১১টায় তালা খুলে দেওয়া হয়।

আন্দোলনরত শিক্ষার্থী আফরিন লিমু আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের মূল তিন দফা দাবিতে হলে তালা দিয়েছি। আমদের দাবিগুলো হলো—হলের বর্ধিতাংশ খুলে দিতে হবে, হল পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে পর্যাপ্ত কর্মচারী নিয়োগ দিতে হবে, লাইব্রেরিকে গণ রুম বানানো হয়েছে; লাইব্রেরি থেকে গণ রুম তুলে দিয়ে সেখানে যারা আছে তাদের বর্ধিত ভবনে নিয়ে যেতে হবে।’

লিমু আরও বলেন, ‘ওয়াশ রুম দুই দিন পরপর পরিষ্কার, ক্যানটিনের খাবার সমস্যা সমাধান ও রাতের ডাইনিং চালু করা, পানি সমস্যা সমাধান ও ফিল্টার স্থাপন, স্টাফদের ড্রেস কোডের ব্যবস্থা করার দাবি জানিয়েছি আমরা। স্যাররা আমাদের দাবি মানার জন্য এক সপ্তাহ সময় চেয়েছেন, তাই আমরা তালা খুলে দিয়েছি।’

হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম রেজাউর রহমান বলেন, ‘হলের ছাত্রীরা আমাদের সন্তানের মতো। তাদের যৌক্তিক দাবিগুলো আমরা জেনেছি। আশা করছি, কয়েক দিনের মধ্যে মেয়েদের সব দাবি বাস্তবায়ন করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত