লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়াতে ডাকাতি করতে গিয়ে গৃহকর্তা কৃষক মুকবুল হোসেনকে গুলি করে হত্যার মামলায় ১১ আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কাউছার, আবুল হোসেন, ছোট কামাল, হোসেন ওরফে পাটওয়ারী, বেলাল, আনোয়ার হোসেন, রিপন, কবির হোসেন, ইসমাইল হোসেন, আলমগীর ও আবুল কালাম বাহার। রায় ঘোষণার সময় হোসেন ওরফে পাটওয়ারী আদালতে উপস্থিত থাকলেও অন্যরা পলাতক ছিলেন।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় লিপি ও নুর নাহার নামের দুই আসামিকে বেকসুর খালাস দেন আদালত।
জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, কৃষক মুকবুল আহাম্মদকে গুলি করে হত্যা করে ডাকাতরা। এই মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ে বাদী ও রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের দক্ষিণ গঙ্গাশিবপুর গ্রামের কৃষক মকবুল আহম্মদের (৭০) ঘরে মুখোশ পড়া ডাকাতদল ঢোকে। এ সময় ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং গৃহকর্তা মকবুল আহম্মদের বুকে গুলি করলে মারা যান তিনি। পরে ডাকাতদল যাওয়ার সময় ওই ঘরে থাকা মূল্যবান মালামাল ও স্বর্ণালংকার লুট করে নেয়।
এ ঘটনায় পরদিন অজ্ঞাতনামাদের আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন নিহতের মেয়ে দেলোয়ারা বেগম।
পরে মামলাটি তদন্ত করে ২০০৫ সালের ২৯ ডিসেম্বর ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে ১১ আসামির যাবজ্জীবন, দুজনকে বেকসুর খালাস দেন। বাকি এক আসামি মামলা চলাকালে মারা যান।
লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়াতে ডাকাতি করতে গিয়ে গৃহকর্তা কৃষক মুকবুল হোসেনকে গুলি করে হত্যার মামলায় ১১ আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কাউছার, আবুল হোসেন, ছোট কামাল, হোসেন ওরফে পাটওয়ারী, বেলাল, আনোয়ার হোসেন, রিপন, কবির হোসেন, ইসমাইল হোসেন, আলমগীর ও আবুল কালাম বাহার। রায় ঘোষণার সময় হোসেন ওরফে পাটওয়ারী আদালতে উপস্থিত থাকলেও অন্যরা পলাতক ছিলেন।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় লিপি ও নুর নাহার নামের দুই আসামিকে বেকসুর খালাস দেন আদালত।
জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, কৃষক মুকবুল আহাম্মদকে গুলি করে হত্যা করে ডাকাতরা। এই মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ে বাদী ও রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের দক্ষিণ গঙ্গাশিবপুর গ্রামের কৃষক মকবুল আহম্মদের (৭০) ঘরে মুখোশ পড়া ডাকাতদল ঢোকে। এ সময় ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং গৃহকর্তা মকবুল আহম্মদের বুকে গুলি করলে মারা যান তিনি। পরে ডাকাতদল যাওয়ার সময় ওই ঘরে থাকা মূল্যবান মালামাল ও স্বর্ণালংকার লুট করে নেয়।
এ ঘটনায় পরদিন অজ্ঞাতনামাদের আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন নিহতের মেয়ে দেলোয়ারা বেগম।
পরে মামলাটি তদন্ত করে ২০০৫ সালের ২৯ ডিসেম্বর ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে ১১ আসামির যাবজ্জীবন, দুজনকে বেকসুর খালাস দেন। বাকি এক আসামি মামলা চলাকালে মারা যান।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৩ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
২৯ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩২ মিনিট আগেচাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে