Ajker Patrika

মানিকছড়িতে বাস উল্টে আহত ৯, খাগড়াছড়ি-চট্টগ্রাম যান চলাচল বন্ধ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২: ১৭
মানিকছড়িতে বাস উল্টে আহত ৯, খাগড়াছড়ি-চট্টগ্রাম যান চলাচল বন্ধ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ওসমানপল্লী এলাকায় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে বাসের ৯ জন যাত্রী আহত হয়েছে। বাস উল্টে সড়কে পড়ে থাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই ঘণ্টার বেশি সময় ধরে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।  

স্থানীয় থানার পুলিশ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকালে খাগড়াছড়িগামী শান্তি পরিবহন ও চট্টগ্রামগামী একটি লোকাল বাস মানিকছড়ি উপজেলার ওসমানপল্লী এলাকায় ওভারটেক করার সময় লোকাল বাসটি সড়কে উল্টে যায়। এতে ওই বাসের ৯ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত উপজেলার বড়ডলু এলাকার সাহেরা খাতুনকে (৬৫) চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মহি উদ্দীন জানান, আহতদের মধ্যে একজন গুরুতর। তাঁকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

এদিকে সড়কের ওপর উল্টে যাওয়া লোকাল বাসটি দুই ঘণ্টার বেশি সময় সড়কে পড়ে থাকায় দুপাশে শ খানেক বাস-জিপ, সিএনজি অটোরিকশা যানজটে আটকা পড়ে। এতে কয়েক শ যাত্রী বিপাকে পড়েছে।  

মানিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, সকাল সোয়া ৯টার দিকে দুই বাসের ওভারটেক করার সময় চট্টগ্রামগামী লোকাল বাসটি সড়কে উল্টে যায়। এতে সড়কের দুপাশে প্রচুর গাড়ি আটকা পড়ে। বাসটি সরানো প্রয়োজন। আপাতত অন্য কোনো উপায়ে বাসটি কিছুটা সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত