Ajker Patrika

ফেসবুকে সরকার বিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে চবি শিক্ষার্থীকে মারধর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ১৩ জুন ২০২২, ২১: ৫১
ফেসবুকে সরকার বিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে চবি শিক্ষার্থীকে মারধর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে ফেসবুকে সরকার বিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে শিবির সন্দেহে মারধর করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের সামনে এই ঘটনা ঘটে। পরে তাঁকে প্রক্টরিয়াল বডির সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। 

মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম তামজীদ উদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। 

মারধরের বিষয়টি স্বীকার করে শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের কর্মী সাহিল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ছেলে শিবিরের সক্রিয় কর্মী এবং নুরুদের সাথে রাজনীতি করে। সে বিভিন্ন সময় সরকার, ছাত্রলীগ, প্রধানমন্ত্রী ও আমাদের নেতাদের নিয়ে ফেসবুকে কটূক্তি করে। আমরা তাঁকে এক বছর ধরে বারবার এ ধরনের কটূক্তি না করতে নিষেধ করি। এরপরও সে তাঁর কটূক্তি অব্যাহত রাখে। তাই আজ আমরা হালকা চড় থাপ্পড় দিয়ে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করি।’ 

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েকজন ছাত্রলীগ কর্মী এক ছাত্রকে আমাদের কাছে নিয়ে এসেছিল। সে ফেসবুকে পদ্মাসেতু, সরকার বিরোধী বিভিন্ন পোস্ট দিত বলে ছাত্রলীগ কর্মীরা অভিযোগ করেছে। বিষয়টি সে স্বীকার করে পুলিশের কাছে একটি অঙ্গীকারনামা দিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত