Ajker Patrika

দুর্গাপ্রতিমা গড়ার ব্যস্ততা

কাউছার আলম, পটিয়া (চট্টগ্রাম) 
দুর্গাপ্রতিমা গড়ার ব্যস্ততা

মাত্র এক মাস পর সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে শিল্পীদের হাতের পরশে পূর্ণরূপে ফুটে উঠছে দৃষ্টিনন্দন সব প্রতিমা। ভক্তকুল মহালয়ার ভোরে চণ্ডীপাঠ শুনতে অধীর অপেক্ষায়। শিশিরভেজা দুর্বা ঘাসের ওপর ঝরে পড়া শিউলি কুড়ানোর সময়টায় মাতৃবন্দনায় মিলিত হবেন সবাই। আগামী ১১ অক্টোবর পঞ্চমী তিথিতে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।

উৎসবের পূর্ণতা পায় যাঁদের হাতে সেসব প্রতিমাশিল্পীর এখন ব্যস্ত সময় কাটছে। প্রতিমা গড়তে গিয়ে দম ফেলার ফুরসত নেই তাদের। নির্ধারিত সময়ের মধ্যে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, মহিষাসুর আর দেবীর বাহন সিংহকে গড়তে হবে।

রামকৃষ্ণ মিশনের প্রতিমালয়ে ব্যস্ত ছিলেন শিল্পী খোকন পাল। খড় আর কাদামাটির মিশ্রণে গড়া দুর্গার কাঠামোয় তিনি একাগ্রচিত্তে পূর্ণ অবয়ব দিয়ে যাচ্ছেন। সহযোগীরা ব্যস্ত লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা গড়ায়। তাঁদের মতো ব্যস্ততার এ চিত্র চোখে পড়ে পটিয়ার সব প্রতিমালয়ে।

খোকন পাল বলেন, সময়ের সঙ্গে সঙ্গে প্রতিমার গড়নেও এসেছে ব্যাপক পরিবর্তন। তাই প্রতিমাশিল্পীদের অনেক বেশি সচেতন থাকতে হয়। মাথায় রাখতে হয় মন্দিরের ঐতিহ্য ও সাজসজ্জার বিষয়টিও। সেভাবেই ফুটিয়ে তোলেন প্রতিমার অবয়ব।

উপজেলার রামকৃষ্ণ মিশন, মুন্সেফ বাজার কালি বাড়ি, পল্লি মঙ্গল শিব মন্দির, গিরি চৌধুরী বাজার সৎসঙ্গ আশ্রম, চক্রশালা কালি বাড়ি, কেলিশহর দুর্গা বাড়ি, ধলঘাট নবগুহ বাড়ি ও ভট্টাচার্য হাট কালি বাড়িতে প্রতি মৌসুমে ১৫০ থেকে ৩০০টি করে দুর্গা প্রতিমা তৈরি করেন শিল্পীরা।

প্রতিমাশিল্পী গণেশ পাল বলেন, এক সময় আলাদা আলাদা কাপড় ও অলংকার দিয়ে সাজানো হতো প্রতিমা। এখন মাটি দিয়ে সবকিছু সাজানো হয়। কাপড়সহ আনুষঙ্গিক জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় মাটির কাজের দিকে ঝুঁকেছেন তাঁরা।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ পটিয়া উপজেলা শাখার সমন্বয়ক পুলক চৌধুরী বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মেনে এবারের পূজায় উৎসবের তেমন আয়োজন থাকবে না। সরকারি বিধিনিষেধ মেনে সাত্ত্বিক পূজা, ঢাক-ঢোল, বাঁশি, কাঁসার শব্দে আরতি, ধর্মীয় সংগীতানুষ্ঠান, গীতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত