খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে বলী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বলীখেলা। পুরুষ বিভাগে কুমিল্লার বাঘা শরীফ চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় কুমিল্লার মো. রাশেদ। নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন খাগড়াছড়ি সদরের পাহাড়ি মেয়ে মাশিনুর মারমা।
চ্যাম্পিয়ন বাঘা শরীফ বলেন, ‘চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলায় দুবার চ্যাম্পিয়ন ও কক্সবাজারের জেলা প্রশাসকের আয়োজনে বলীখেলায় দুবার চ্যাম্পিয়ন হয়েছি। এই প্রথম খাগড়াছড়িতে আজ বলীখেলায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়ে ভালো লাগছে।’
দেশের বিভিন্ন জেলা থেকে পুরুষ বিভাগে ২৪ এবং নারী বিভাগে ১৪ বলীসহ ৩৮ জন বলীখেলায় অংশগ্রহণ করেন। খেলা দেখতে বৃষ্টিতে ভিজে জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্টেডিয়ামে ভিড় করে কয়েক হাজার মানুষ।
মঙ্গলবার (১০ জুন) বিকেল ৪টায় মর্মসিংহ ত্রিপুরার সভাপতিত্বে বলীখেলার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
আয়োজকেরা জানান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশালসহ বিভিন্ন অঞ্চল থেকে ৩৮ জন নারী-পুরুষ বলীখেলায় অংশগ্রহণ করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বিজয়ীদের হাতে মেডেল, ট্রফি ও নগদ অর্থ তুলে দেন।
অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম, পুলিশ সুপার আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়িতে বলী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বলীখেলা। পুরুষ বিভাগে কুমিল্লার বাঘা শরীফ চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় কুমিল্লার মো. রাশেদ। নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন খাগড়াছড়ি সদরের পাহাড়ি মেয়ে মাশিনুর মারমা।
চ্যাম্পিয়ন বাঘা শরীফ বলেন, ‘চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলায় দুবার চ্যাম্পিয়ন ও কক্সবাজারের জেলা প্রশাসকের আয়োজনে বলীখেলায় দুবার চ্যাম্পিয়ন হয়েছি। এই প্রথম খাগড়াছড়িতে আজ বলীখেলায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়ে ভালো লাগছে।’
দেশের বিভিন্ন জেলা থেকে পুরুষ বিভাগে ২৪ এবং নারী বিভাগে ১৪ বলীসহ ৩৮ জন বলীখেলায় অংশগ্রহণ করেন। খেলা দেখতে বৃষ্টিতে ভিজে জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্টেডিয়ামে ভিড় করে কয়েক হাজার মানুষ।
মঙ্গলবার (১০ জুন) বিকেল ৪টায় মর্মসিংহ ত্রিপুরার সভাপতিত্বে বলীখেলার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
আয়োজকেরা জানান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশালসহ বিভিন্ন অঞ্চল থেকে ৩৮ জন নারী-পুরুষ বলীখেলায় অংশগ্রহণ করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বিজয়ীদের হাতে মেডেল, ট্রফি ও নগদ অর্থ তুলে দেন।
অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম, পুলিশ সুপার আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে