Ajker Patrika

গজারিয়া-কালীপুর ট্রলার যাতায়াত রাত ৮ টার পর বন্ধ ঘোষণা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৬: ৩৮
গজারিয়া-কালীপুর ট্রলার যাতায়াত রাত ৮ টার পর বন্ধ ঘোষণা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালীপুর ও গজারিয়ার চরকালীপুরে ট্রলারে যাতায়াত রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে গজারিয়া পুলিশ ফাঁড়ি। ঈদকেন্দ্রিক যাত্রীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাত ৮টার আগে ও ভোর ৫টার পর ট্রলার যাতায়াত সচল থাকবে।

স্থানীয় সূত্রে জানা যায়, এই রুটে মতলব উত্তর উপজেলার হাজার হাজার যাত্রী ঢাকা থেকে যাতায়াত করে থাকে। রাজধানী থেকে মতলব উত্তরে যাওয়ার এই রুট সংক্ষিপ্ত হওয়ায় যাতায়াত হয় বেশি। সামনে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা থেকে ট্রলারযোগে এই পথে যাতায়াত বেড়েছে।

যাত্রীরা জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে আমরা এই পথে যাতায়াত করছি। সময় কম লাগায় এই পথে আসা-যাওয়া সহজ হয়। সময় নির্ধারণ না করে পুলিশি টহল ও নিরাপত্তা জোড়দার করলে যাত্রীদের আরও বেশি উপকার হবে। এ ছাড়া এই রুটে বিগত দিনে ডাকাতি, চুরি ও বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হয়েছে অনেকেই। তাই এই রুটে নিরাপত্তা বাড়ানো মতলবের সাধারণ জনগণের দাবি ছিল আগে থেকেই। নতুন করে এই পথে যাতায়াতের জন্য সময় নির্ধারণের কারণে অনেকটা ভোগান্তি হবে বলে মনে করে যাত্রীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত