মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তরে দুই দল নৌ–ডাকাতের মধ্যে সংঘর্ষে এক দলের সর্দার উজ্জ্বল মিজি নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার ষাটনল পর্যটন কেন্দ্র এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ডাকাত সর্দারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।
স্থানীয়রা বলছে, বৃহস্পতিবার মুন্সিগঞ্জের নৌ–ডাকাত সর্দার তার অনুসারীদের নিয়ে ষাটনল এলাকায় আনন্দ উৎসবের আয়োজন করে। রাতে সেখানে হানা দেয় তাদের প্রতিদ্বন্দ্বী উজ্জ্বল খালাসী বাবলা ও তার দল। এ সময় উভয় পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধারালো অস্ত্রের আঘাতে ও গুলিতে ডাকাত সর্দার উজ্জ্বল মিজি গুরুতর আহত হয়। পরে তাকে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডাকাত সর্দার উজ্জ্বল মিজির মৃত্যু হয়।
খোঁজ নিয়ে জানা যায়, দুই দল ডাকাতের বাড়িই মুন্সিগঞ্জ জেলায়। তারা দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে ডাকাতিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত।
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় আহত উজ্জ্বল মিজিকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় পরে সেখানে তাঁর মৃত্যু হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে উজ্জ্বল মিজির নামে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও মতলব উত্তর থানায় আগের ১২টি মামলা রয়েছে।
এদিকে, চাঁদপুর অঞ্চল নৌ পুলিশের প্রধান পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, এ ঘটনার পর মেঘনা নদীতে নৌপুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ছাড়া ওই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তরে দুই দল নৌ–ডাকাতের মধ্যে সংঘর্ষে এক দলের সর্দার উজ্জ্বল মিজি নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার ষাটনল পর্যটন কেন্দ্র এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ডাকাত সর্দারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।
স্থানীয়রা বলছে, বৃহস্পতিবার মুন্সিগঞ্জের নৌ–ডাকাত সর্দার তার অনুসারীদের নিয়ে ষাটনল এলাকায় আনন্দ উৎসবের আয়োজন করে। রাতে সেখানে হানা দেয় তাদের প্রতিদ্বন্দ্বী উজ্জ্বল খালাসী বাবলা ও তার দল। এ সময় উভয় পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধারালো অস্ত্রের আঘাতে ও গুলিতে ডাকাত সর্দার উজ্জ্বল মিজি গুরুতর আহত হয়। পরে তাকে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডাকাত সর্দার উজ্জ্বল মিজির মৃত্যু হয়।
খোঁজ নিয়ে জানা যায়, দুই দল ডাকাতের বাড়িই মুন্সিগঞ্জ জেলায়। তারা দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে ডাকাতিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত।
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় আহত উজ্জ্বল মিজিকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় পরে সেখানে তাঁর মৃত্যু হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে উজ্জ্বল মিজির নামে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও মতলব উত্তর থানায় আগের ১২টি মামলা রয়েছে।
এদিকে, চাঁদপুর অঞ্চল নৌ পুলিশের প্রধান পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, এ ঘটনার পর মেঘনা নদীতে নৌপুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ছাড়া ওই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
হাটের নির্দিষ্ট কোনো দিন নেই। মূলত চাষাবাদের মৌসুম শেষে কিংবা জমি প্রস্তুতির সময় এখানে ভিড় বাড়ে। ঈশ্বরগঞ্জ ও নান্দাইল ছাড়াও পাশের ত্রিশাল, গফরগাঁও, হোসেনপুর, তাড়াইল ও গৌরীপুরের কৃষকেরাও কম দামে কৃষিযন্ত্র কিনতে আসেন।
১ মিনিট আগেগত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, মৌখিক ও প্রেজেন্টেশন পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। পরে নিয়ম অনুযায়ী ডোপ টেস্টে অংশ নিলে দুজনের শরীরে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি মেলে।
৪ মিনিট আগেমুফিজুল হক সিকদার দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
৯ মিনিট আগেসুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
১ ঘণ্টা আগে