নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহতের তথ্য নিশ্চিত করেছে পুলিশ। তবে মোট আহতের সঠিক হিসাব কেউ দিতে পারছেন না।
এদিকে আহতদের মধ্যে দগ্ধ ৫৭ জনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক বলে নিশ্চিত করেছেন বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক।
সরেজমিনে দেখা যায়, বার্ন ইউনিটে রোগীর স্বজনেরা আগে তাঁর রোগী চিকিৎসার জন্য চিকিৎসকদের নিয়ে টানাটানি করছেন।
বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ জানিয়েছেন, বার্ন ইউনিটে ভর্তি করাদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক তাঁদের সিএমএইচ হাসপাতালের আইসিইউতে পাঠানো হচ্ছে।
দুর্ঘটনার পর থেকেই চমেক হাসপাতালে চিত্র যুদ্ধকবিলত এলাকার মতো! শুধু চমেক নয়, অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছে শহরজুড়ে। হাসপাতালের আশপাশ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে। বেশ কয়েকজন স্বজনের সঙ্গে কথা হয়েছে এ প্রতিবেদকের। নগরের হালিশহরের বাসিন্দা আকিবুল ইসলাম বলেন, ডিপোতে কাজ করতেন তাঁর এক মামা। তাঁর কোনো খোঁজ এখনো মেলেনি। আকিবুলের মতো অনেকে এসেছেন স্বজনের খোঁজে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ভর্তি হওয়াদের মধ্যে ফায়ার সার্ভিস ও পুলিশের ১০ জন সদস্য রয়েছেন। তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। তবে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
সীতাকুণ্ড মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই নাসির উদ্দিন আজকের পত্রিকা জানান, কনটেইনার ডিপোটিতে রপ্তানি পণ্য মজুত রাখা হতো। আগুনের খবর পেয়ে মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। একজন পুলিশ সদস্যের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
কুমিরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, কুমিরা ফায়ার সার্ভিস প্রথম ওই কনটেইনার ডিপোতে আগুনের খবর পায়। রাত সাড়ে ৯টার দিকে তাঁরা খবর পান। আগুন নেভানোর জন্য একটি টিম ঘটনাস্থলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে বিস্ফোরণ ঘটে।
সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহতের তথ্য নিশ্চিত করেছে পুলিশ। তবে মোট আহতের সঠিক হিসাব কেউ দিতে পারছেন না।
এদিকে আহতদের মধ্যে দগ্ধ ৫৭ জনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক বলে নিশ্চিত করেছেন বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক।
সরেজমিনে দেখা যায়, বার্ন ইউনিটে রোগীর স্বজনেরা আগে তাঁর রোগী চিকিৎসার জন্য চিকিৎসকদের নিয়ে টানাটানি করছেন।
বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ জানিয়েছেন, বার্ন ইউনিটে ভর্তি করাদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক তাঁদের সিএমএইচ হাসপাতালের আইসিইউতে পাঠানো হচ্ছে।
দুর্ঘটনার পর থেকেই চমেক হাসপাতালে চিত্র যুদ্ধকবিলত এলাকার মতো! শুধু চমেক নয়, অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছে শহরজুড়ে। হাসপাতালের আশপাশ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে। বেশ কয়েকজন স্বজনের সঙ্গে কথা হয়েছে এ প্রতিবেদকের। নগরের হালিশহরের বাসিন্দা আকিবুল ইসলাম বলেন, ডিপোতে কাজ করতেন তাঁর এক মামা। তাঁর কোনো খোঁজ এখনো মেলেনি। আকিবুলের মতো অনেকে এসেছেন স্বজনের খোঁজে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ভর্তি হওয়াদের মধ্যে ফায়ার সার্ভিস ও পুলিশের ১০ জন সদস্য রয়েছেন। তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। তবে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
সীতাকুণ্ড মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই নাসির উদ্দিন আজকের পত্রিকা জানান, কনটেইনার ডিপোটিতে রপ্তানি পণ্য মজুত রাখা হতো। আগুনের খবর পেয়ে মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। একজন পুলিশ সদস্যের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
কুমিরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, কুমিরা ফায়ার সার্ভিস প্রথম ওই কনটেইনার ডিপোতে আগুনের খবর পায়। রাত সাড়ে ৯টার দিকে তাঁরা খবর পান। আগুন নেভানোর জন্য একটি টিম ঘটনাস্থলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে বিস্ফোরণ ঘটে।
রনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
২ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
২ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১৫ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
১৮ মিনিট আগে