Ajker Patrika

উখিয়া রোহিঙ্গা শিবিরে অস্ত্রসহ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৪৩
উখিয়া রোহিঙ্গা শিবিরে অস্ত্রসহ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শিবিরে দেশে তৈরি অস্ত্রসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। আজ শুক্রবার ভোরে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি ক্যাম্প-১১ (ব্লক-বি/ ১৫)-এর আজিম আলীর ছেলে।

৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উখিয়ার বালুখালী ময়নারঘোনা ক্যাম্প থেকে মোস্তাক আহমদ (২৭) নামের এক রোহিঙ্গাকে একটি ওয়ান শুটারগান ও দুটি কার্তুজসহ গ্রেপ্তার করা হয়।

মো. কামরান হোসেন জানান, মোস্তাকের বসতঘর তল্লাশি করে তাঁর বিছানার বালিশের নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। আটক রোহিঙ্গার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

উখিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ সনজুর মোরশেদ বলেন, অস্ত্রসহ আটক রোহিঙ্গার বিরুদ্ধে মামলা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আদালতে আসামির স্বীকারোক্তি—১০ লাখ টাকা লোন দেয়নি বলে ব্যাংকে চুরির সিদ্ধান্ত নিই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত