নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে প্রতিপক্ষের রোষানলে পড়ে বন্দর–পতেঙ্গা (চট্টগ্রাম–১১) আসনের আওয়ামী লীগের টানা চারবারের সাবেক সংসদ সদস্য এমএ লতিফকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৫টার পর তাঁকে নগরের পূর্ব মাদারবাড়ির মালুম মসজিদ এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে উদ্ধার করে একটি মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমএ লতিফ এলাকাটির স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ পড়ে আসার পথে স্থানীয় বিএনপির নেতারা তাঁকে দেখে হট্টগোল শুরু করেন। পরে তিনি আত্মীয়ের বাসায় ফিরে আসেন। এ সময় ওই বাড়িতে গিয়ে কিছু লোকজন ইটপাটকেল ছুড়তে থাকে।
এম এ লতিফের পরিবারের সূত্রে জানা গেছে, পরিস্থিতি বেগতিক দেখে খবর দিলে সেনাবাহিনী এসে তাঁকে উদ্ধার করে। বর্তমানে তিনি সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন।
চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি এম এ লতিফ। গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হন। এর আগে ২০০৮,২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ থেকেই এমপি নির্বাচিত হন।
এদিকে গতকাল বৃহস্পতিবার (৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য নুরুল আজিম রনিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে বিক্ষোভরত ছাত্র–জনতার ওপরে হামলার ঘটনায় রনি আলোচিত।
আটকের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক দেওয়া এক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সহসমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ লেখেন, ‘চট্টগ্রামের ত্রাস সৃষ্টিকারী আওয়ামী সন্ত্রাসী নুরুল আজিম রনি এই মুহূর্তে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আশপাশে যারা আছেন, তাঁরা এই সন্ত্রাসীকে ধরার ব্যবস্থা করুন।’
চট্টগ্রামে প্রতিপক্ষের রোষানলে পড়ে বন্দর–পতেঙ্গা (চট্টগ্রাম–১১) আসনের আওয়ামী লীগের টানা চারবারের সাবেক সংসদ সদস্য এমএ লতিফকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৫টার পর তাঁকে নগরের পূর্ব মাদারবাড়ির মালুম মসজিদ এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে উদ্ধার করে একটি মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমএ লতিফ এলাকাটির স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ পড়ে আসার পথে স্থানীয় বিএনপির নেতারা তাঁকে দেখে হট্টগোল শুরু করেন। পরে তিনি আত্মীয়ের বাসায় ফিরে আসেন। এ সময় ওই বাড়িতে গিয়ে কিছু লোকজন ইটপাটকেল ছুড়তে থাকে।
এম এ লতিফের পরিবারের সূত্রে জানা গেছে, পরিস্থিতি বেগতিক দেখে খবর দিলে সেনাবাহিনী এসে তাঁকে উদ্ধার করে। বর্তমানে তিনি সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন।
চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি এম এ লতিফ। গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হন। এর আগে ২০০৮,২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ থেকেই এমপি নির্বাচিত হন।
এদিকে গতকাল বৃহস্পতিবার (৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য নুরুল আজিম রনিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে বিক্ষোভরত ছাত্র–জনতার ওপরে হামলার ঘটনায় রনি আলোচিত।
আটকের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক দেওয়া এক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সহসমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ লেখেন, ‘চট্টগ্রামের ত্রাস সৃষ্টিকারী আওয়ামী সন্ত্রাসী নুরুল আজিম রনি এই মুহূর্তে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আশপাশে যারা আছেন, তাঁরা এই সন্ত্রাসীকে ধরার ব্যবস্থা করুন।’
মৌলভীবাজারের সৌন্দর্য বাড়িয়েছে নদী আর ছড়া। এ জেলায় রয়েছে কয়েক শ ছড়া। কিন্তু সিলিকা বালু লুটের কারণে এসব ছড়া শ্রীহীন হয়ে পড়ছে। বিপন্ন হচ্ছে পরিবেশ। এখানকার অর্ধশতাধিক ছড়া থেকে রাতের আঁধারে একটি মহল বালু উত্তোলন করে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে; কিন্তু তা ঠেকানোর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। প্রশাস
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মির্জাপুরে বছরে জমির নামজারি বা খারিজ হয় ৭ হাজারের অধিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড কার্যালয়ের এলআর (লোকাল রিলেশনস) ফান্ডের নামে নেওয়া হয় ২ হাজার টাকা। সেই সঙ্গে পৌর ও ইউনিয়ন ভূমি অফিসগুলোর কন্টিনজেন্সি বিলের (খাতা, কলমসহ আনুষঙ্গিক খরচ) জন্য বরাদ্দ আসে বছরে সাড়ে ৩ থেকে ৫
২ ঘণ্টা আগেকৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
৩ ঘণ্টা আগে