Ajker Patrika

চট্টগ্রাম নগরের ২০ হাজার শিক্ষার্থী করোনা টিকা নেয়নি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের ২০ হাজার শিক্ষার্থী করোনা টিকা নেয়নি

চট্টগ্রামে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ৫টি স্কুলের পাশাপাশি ৪টি কমিউনিটি সেন্টার ও স্টেডিয়ামে টিকা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। প্রায় এক মাস ধরে চলা এই কার্যক্রম শেষ হয়েছে আজ শনিবার। তবে তালিকায় থাকলেও অন্তত ২০ হাজার শিক্ষার্থী টিকা দিতে কেন্দ্রে কিংবা স্কুলে আসেনি। 

চট্টগ্রাম জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগর ও উপজেলা মিলিয়ে ১২-১৮ বছরের শিক্ষার্থী আছে ৮ লাখ ৬৪ হাজার ৭২ জন। তাদের মধ্যে শনিবার পর্যন্ত ৮ লাখ ১০ হাজার ৮১২ জন শিক্ষার্থী টিকা নিয়েছে। আগামী দুদিন বেশ কিছু উপজেলাতেও টিকা দেওয়া হবে। তবে নগরে আপাতত টিকা দেওয়া কার্যক্রম বন্ধ থাকবে। 

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নগরে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকার কার্যক্রম শেষ করেছি। তবে উপজেলা পর্যায়ে আরও দুদিন টিকা কার্যক্রম চলবে।’ 

শনিবার প্রথম ডোজ নিয়েছে ২৬ হাজার ৬২৬ জন শিক্ষার্থী। আর দ্বিতীয় ডোজ নিয়েছে ৯ হাজার ২০৯ জন। নগর ও জেলা মিলিয়ে এখনো টিকার বাইরে রয়েছে ৫৩ হাজার ২৬০ জন। আগামী রোববার ও সোমবার আরও কয়েকটি উপজেলায় টিকা কার্যক্রম চলবে। এতে আরও কয়েক হাজার শিক্ষার্থী টিকার আওতায় আসবে। 

চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদুল আলম হোসাইনি বলেছেন, ‘আমরা সবার তালিকা করলেও বেশ কিছু শিক্ষার্থী টিকাকেন্দ্রে অনুপস্থিত ছিল। চট্টগ্রাম নগরে অন্তত ২০ হাজার শিক্ষার্থী এখনো টিকা নেয়নি। উপজেলা পর্যায়ে কতজন টিকা নেয়নি, সেটি টিকা কার্যক্রম শেষ হলে জানা যাবে।’ 

ফরিদুল আলম হোসাইনি বলেন, ‘কারা কারা টিকার আওতার বাইরে আছে তাদের তালিকা করা হবে। এরপর সিভিল সার্জন কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে তাদের টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত