Ajker Patrika

ট্রেনে তরুণীকে ধর্ষণ: চার আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ট্রেনে তরুণীকে ধর্ষণ: চার আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর 

সিলেট থেকে ছেড়ে আসা ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের খাবারের বগিতে তরুণীকে (১৯) ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। 

আদালতের পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেনের খাবারের বগিতে তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে প্রত্যেককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।’ 

গ্রেপ্তার আসামিরা হলেন–মো. জামাল (২৭), মো. শরীফ (২৮), মো. রাশেদ (২৭) ও আবদুর রব রাসেল (২৮)। তারা ট্রেনের খাবার সরবরাহকারী বেসরকারি একটি কোম্পানির কর্মী। 

এদিকে আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা শেষে আদালতে হাজির করা হয়। আদালত ভুক্তভোগীকে নিজ জিম্মায় চলে যাওয়ার আদেশ দেন বলে জানিয়েছেন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম। 

তথ্যমতে, গত ২৬ জুন সিলেট থেকে ওই তরুণী উদয়ন এক্সপ্রেস ট্রেনে করে চট্টগ্রামে আসছিলেন। তিনি ট্রেনের খাবার বগিতে অবস্থানকালে এ ঘটনা ঘটেছে বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে। এ ঘটনায় ওই দিন জামাল, শরীফ ও রাশেদুল নামে তিনজনকে গ্রেপ্তার করের রেলওয়ে পুলিশ। ২৭ জুন নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আবদুর রব রাসেল নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত