চাঁদপুর ও মতলব উত্তর প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহত এবং কমপক্ষে সাতজন আহত হয়েছেন। আজ শনিবার বেলা ৩টার দিকে উপজেলার বাহাদুরপুর এলাকায় এ সংঘর্ষ ও গোলাগুলি হয়।
নিহত ব্যক্তির নাম মোবারক হোসেন বাবু (৪৮)। গুরুতর আহত হয়েছেন তাঁর ছেলে ইমরান ব্যাপারী (১৮) এবং এলাকার জহির কবিরাজ (৩৫)। তাঁদের উভয়কে ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া আহত বাকি পাঁচজনের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুদীপ্ত রায়। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করে দেখছি। এ বিষয়ে পরে জানানো হবে।’
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই গ্রুপের একটি হচ্ছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার এবং অপরটি হচ্ছে স্থানীয় মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানের। আজ শনিবার বেলা ৩টার দিকে স্থানীয় নেতা-কর্মীদের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। এ সময় গুলিবিদ্ধ হন তিনজন। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মোবারক হোসেন বাবুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আর গুরুতর আহত ইমরান ব্যাপারী ও জহির কবিরাজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
নিহত মোবারক হোসেন বাবুর বাড়ি বাহাদুরপুর গ্রামে। আহত ইমরান তাঁর ছেলে। আর জহির কবিরাজের বাড়ি একই গ্রামে। এ ছাড়া আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সিগমা রশিদ আজকের পত্রিকাকে বলেন, গুরুতর আহত মোবারক হোসেনকে একেবারেই শেষ পর্যায়ে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা কার্যক্রম শুরু করার সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয়। বাকি আহত দুইজনকে ঢাকায় রেফার করা হয়।
মোহনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল বাহাদুরপুর আমার এলাকা থেকে ১০ কিলোমিটোর দূরে এবং মেঘনা নদীর পশ্চিম পাড়ে। ওখানে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের রাজ্জাক প্রধান ও কালু ব্যাপারীর মধ্যে অভ্যন্তরীণ সমস্যা ছিল। সেটিকে কেন্দ্র করে এ ঘটনা। কিন্তু মায়া চৌধুরী পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে আমাকে ফাঁসানোর জন্য।’
এদিকে নিহত মোবারক হোসেন বাবুকে হাসপাতালে দেখতে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘হামলাকারী কাজী মিজান আওয়ামী লীগের কেউ না। তারা রাজাকার পরিবার। এ ঘটানার সুষ্ঠু বিচার হবে।’
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুদীপ্ত রায় বলেন, এ ঘটনায় মুসা নামে একজনকে আটক করা হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহত এবং কমপক্ষে সাতজন আহত হয়েছেন। আজ শনিবার বেলা ৩টার দিকে উপজেলার বাহাদুরপুর এলাকায় এ সংঘর্ষ ও গোলাগুলি হয়।
নিহত ব্যক্তির নাম মোবারক হোসেন বাবু (৪৮)। গুরুতর আহত হয়েছেন তাঁর ছেলে ইমরান ব্যাপারী (১৮) এবং এলাকার জহির কবিরাজ (৩৫)। তাঁদের উভয়কে ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া আহত বাকি পাঁচজনের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুদীপ্ত রায়। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করে দেখছি। এ বিষয়ে পরে জানানো হবে।’
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই গ্রুপের একটি হচ্ছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার এবং অপরটি হচ্ছে স্থানীয় মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানের। আজ শনিবার বেলা ৩টার দিকে স্থানীয় নেতা-কর্মীদের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। এ সময় গুলিবিদ্ধ হন তিনজন। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মোবারক হোসেন বাবুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আর গুরুতর আহত ইমরান ব্যাপারী ও জহির কবিরাজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
নিহত মোবারক হোসেন বাবুর বাড়ি বাহাদুরপুর গ্রামে। আহত ইমরান তাঁর ছেলে। আর জহির কবিরাজের বাড়ি একই গ্রামে। এ ছাড়া আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সিগমা রশিদ আজকের পত্রিকাকে বলেন, গুরুতর আহত মোবারক হোসেনকে একেবারেই শেষ পর্যায়ে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা কার্যক্রম শুরু করার সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয়। বাকি আহত দুইজনকে ঢাকায় রেফার করা হয়।
মোহনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল বাহাদুরপুর আমার এলাকা থেকে ১০ কিলোমিটোর দূরে এবং মেঘনা নদীর পশ্চিম পাড়ে। ওখানে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের রাজ্জাক প্রধান ও কালু ব্যাপারীর মধ্যে অভ্যন্তরীণ সমস্যা ছিল। সেটিকে কেন্দ্র করে এ ঘটনা। কিন্তু মায়া চৌধুরী পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে আমাকে ফাঁসানোর জন্য।’
এদিকে নিহত মোবারক হোসেন বাবুকে হাসপাতালে দেখতে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘হামলাকারী কাজী মিজান আওয়ামী লীগের কেউ না। তারা রাজাকার পরিবার। এ ঘটানার সুষ্ঠু বিচার হবে।’
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুদীপ্ত রায় বলেন, এ ঘটনায় মুসা নামে একজনকে আটক করা হয়েছে।
রাজধানীর উত্তরা পূর্ব থানায় শিলা আক্তার নামের এক নারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ২৭১ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলার ১৬৫ নম্বর আসামি গাজীপুর মহানগরীর ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মুরাদ হোসেন বকুল। তিনি অভিযোগ করেছেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক
১ ঘণ্টা আগেমাটির বুদ্ধ। সাধারণত মহামতি গৌতম বুদ্ধকে যে ধ্যানস্থ বসার ভঙ্গিতে দেখা যায়, এটি তেমন নয়। মাথা কাত করে এক পাশে হাতের দিকে এলিয়ে দেওয়া। আছে সুই–সুতা দিয়ে তৈরি করা বুদ্ধের চিত্র। ছাই দিয়েও আঁকা হয়েছে তাঁর ছবি।
১ ঘণ্টা আগেপাওনাদারদের ভয়ে আত্মগোপনে ছিলেন আবদুর রহিম। এর মধ্যে চট্টগ্রামের চাক্তাই খালে এক ব্যক্তির লাশ মিললে সেটি তাঁর বলে শনাক্ত করে দাফন করেন পরিবারের সদস্যরা। এবার সেই রহিমকে জীবিত খুঁজে পেয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চট্টগ্রামের সীমান্তবর্তী হওয়ায় আশপাশের আরও তিন উপজেলার রোগীরা এখানে ভিড় করেন। ৩১ শয্যার এই হাসপাতাল ২০২১ সালে ৫০ শয্যায় উত্তীর্ণ হলেও এখনো জনবল রয়ে গেছে আগের হিসাবেই। কিন্তু সেই অনুযায়ী ১০১ জন থাকার কথা থাকলেও কর্মরত আছেন ৫০ জন। ফলে জনবলসংকটে
১ ঘণ্টা আগে