আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপিপন্থী আইনজীবীরা আদালত যে বর্জন করেছেন এটা নিছক রাজনৈতিক স্ট্যান্টবাজি, এর কোনো মর্মার্থ নাই। আজ বুধবার সকালে তাঁর সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের আখাউড়ায় নির্বাচনী কর্মসূচিতে এলে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
এ সময় আনিসুল হক বলেন, ‘আদালত আদালতের কাজ করে যাচ্ছেন, আদালত তাঁর বিচারকার্যে মনোনিবেশ করছেন, তাঁদের রাজনৈতিক কর্মকাণ্ডে টেনে আনা বিএনপির ভুল এবং অন্যায়।’
আওয়ামী লীগ তামাশার নির্বাচন করছে বলে বিএনপির নেতা-কর্মীরা যে মন্তব্য করছেন, এ প্রসঙ্গে জিজ্ঞেস করলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপির বক্তব্যটাই তামাশা। তিনি বলেন, জনগণ এই নির্বাচন মেনে নিয়েছে এবং এই নির্বাচনে জনগণ অংশগ্রহণও করবে, যা জনগণের কার্যকলাপে বোঝা যাচ্ছে।
মন্ত্রী বলেন, বিএনপি এ ধরনের কথা বলে যেতেই পারে। কিন্তু বাংলাদেশের জনগণ সঠিকভাবে তাদের অধিকার ব্যক্ত করবে।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপিপন্থী আইনজীবীরা আদালত যে বর্জন করেছেন এটা নিছক রাজনৈতিক স্ট্যান্টবাজি, এর কোনো মর্মার্থ নাই। আজ বুধবার সকালে তাঁর সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের আখাউড়ায় নির্বাচনী কর্মসূচিতে এলে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
এ সময় আনিসুল হক বলেন, ‘আদালত আদালতের কাজ করে যাচ্ছেন, আদালত তাঁর বিচারকার্যে মনোনিবেশ করছেন, তাঁদের রাজনৈতিক কর্মকাণ্ডে টেনে আনা বিএনপির ভুল এবং অন্যায়।’
আওয়ামী লীগ তামাশার নির্বাচন করছে বলে বিএনপির নেতা-কর্মীরা যে মন্তব্য করছেন, এ প্রসঙ্গে জিজ্ঞেস করলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপির বক্তব্যটাই তামাশা। তিনি বলেন, জনগণ এই নির্বাচন মেনে নিয়েছে এবং এই নির্বাচনে জনগণ অংশগ্রহণও করবে, যা জনগণের কার্যকলাপে বোঝা যাচ্ছে।
মন্ত্রী বলেন, বিএনপি এ ধরনের কথা বলে যেতেই পারে। কিন্তু বাংলাদেশের জনগণ সঠিকভাবে তাদের অধিকার ব্যক্ত করবে।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৬ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৮ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে