Ajker Patrika

কুমিল্লায় বেশি দামে তেল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় বেশি দামে তেল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লায় বোতলের গায়ের মুদ্রিত মূল্য মুছে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য মুছে ফেলা ৩৪ লিটার তেলও জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার কুমিল্লা নগরীর বাদশা মিয়ার বাজার ও স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

ভোক্তা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, অভিযানে দেখা যায়, মেসার্স শাহিন এন্টারপ্রাইজ বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেলের গায়ের মূল্য মুছে বেশি দামে বিক্রি করছেন। অভিযানে ছদ্মবেশে থাকা এক সদস্যের কাছেও অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করে তারা। যার গায়ের মূল্য তুলে ফেলা হয়েছে। এরপর দোকানে তল্লাশি করে দেখা যায়, বিপুল পরিমাণ বোতলজাত সয়াবিন তেলের মূল্য তালিকা মুছে ফেলা হয়েছে। বিষয়টি দোকানদার স্বীকার করেছেন। ফলে ভোক্তা আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৩৪ লিটার তেল জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল নগরীর কাসেমূল উলুম মাদ্রাসার এতিমখানায় দান করা হয়। 

আছাদুল ইসলাম বলেন, অপরদিকে মেসার্স শাহিন স্টোরে দেখা যায়, তারা মুদ্রিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রি করছে। অভিযানে ছদ্মবেশী সদস্যের কাছেও তিনি অতিরিক্ত দাম রাখেন। ফলে মেসার্স শাহিন স্টোরকে বেশি দামে তেল বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত