নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের মানববন্ধনের প্রস্তুতিকালে বিএনপির নেতা-কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে সংগঠনের জেলা সমন্বয়ক তারকেশ্বর দেবনাথ নান্টুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে জেলা শহর মাইজদীর শিল্পকলা একাডেমি-সংলগ্ন সড়কে এই হামলা চালানো হয়। এ সময় সাম্যবাদী আন্দোলনের নোয়াখালী জেলা শাখা কার্যালয় দখলের প্রতিবাদে মানববন্ধনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
জেলা বিএনপির সদস্যসচিব হারুন অর রশিদ আজাদের বড় ভাই জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেলের নেতৃত্বে এই হামলা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তারকেশ্বর ছাড়াও চারজন আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত অভি চক্রবর্তী জানান, ৩০ এপ্রিল সন্ধ্যায় মাইজদী টাউন হল মোড়ে সমবায় ব্যাংক মার্কেটে সাম্যবাদী আন্দোলনের কার্যালয়ে তালা দেন আবদুল মোতালেব ও তাঁর লোকজন। এর পর থেকে তাঁরা কার্যালয়ে যেতে পারছেন না। এর প্রতিবাদে আজ সকাল ১০টা থেকে সাম্যবাদী আন্দোলনের নেতা-কর্মীরা নোয়াখালী প্রেসক্লাবের সামনে জড়ো হন। পরে সেখান থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নিতে যাওয়ার পথে বিএনপির লোকজন হামলা চালান। তাঁদের লাঠির আঘাতে তারকেশ্বরসহ অন্তত পাঁচজন আহত হন। একপর্যায়ে হামলাকারীরা সাম্যবাদী আন্দোলনের নেতা-কর্মীদের কাছ থেকে ব্যানার, ফেস্টুন কেড়ে নেন। তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ে আশ্রয় নিলে সেখানেও হামলার চেষ্টা করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যান।
অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেন, সাম্যবাদী আন্দোলনের নেতা তারকেশ্বর সমবায় ব্যাংকের দুটি কক্ষ দখল করেছেন।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, হামলার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীরা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালীতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের মানববন্ধনের প্রস্তুতিকালে বিএনপির নেতা-কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে সংগঠনের জেলা সমন্বয়ক তারকেশ্বর দেবনাথ নান্টুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে জেলা শহর মাইজদীর শিল্পকলা একাডেমি-সংলগ্ন সড়কে এই হামলা চালানো হয়। এ সময় সাম্যবাদী আন্দোলনের নোয়াখালী জেলা শাখা কার্যালয় দখলের প্রতিবাদে মানববন্ধনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
জেলা বিএনপির সদস্যসচিব হারুন অর রশিদ আজাদের বড় ভাই জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেলের নেতৃত্বে এই হামলা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তারকেশ্বর ছাড়াও চারজন আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত অভি চক্রবর্তী জানান, ৩০ এপ্রিল সন্ধ্যায় মাইজদী টাউন হল মোড়ে সমবায় ব্যাংক মার্কেটে সাম্যবাদী আন্দোলনের কার্যালয়ে তালা দেন আবদুল মোতালেব ও তাঁর লোকজন। এর পর থেকে তাঁরা কার্যালয়ে যেতে পারছেন না। এর প্রতিবাদে আজ সকাল ১০টা থেকে সাম্যবাদী আন্দোলনের নেতা-কর্মীরা নোয়াখালী প্রেসক্লাবের সামনে জড়ো হন। পরে সেখান থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নিতে যাওয়ার পথে বিএনপির লোকজন হামলা চালান। তাঁদের লাঠির আঘাতে তারকেশ্বরসহ অন্তত পাঁচজন আহত হন। একপর্যায়ে হামলাকারীরা সাম্যবাদী আন্দোলনের নেতা-কর্মীদের কাছ থেকে ব্যানার, ফেস্টুন কেড়ে নেন। তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ে আশ্রয় নিলে সেখানেও হামলার চেষ্টা করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যান।
অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেন, সাম্যবাদী আন্দোলনের নেতা তারকেশ্বর সমবায় ব্যাংকের দুটি কক্ষ দখল করেছেন।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, হামলার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীরা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী হিসেবে দলের সদস্যসচিব আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
৩৪ মিনিট আগেরাঙামাটি শহরের একটি বাসা থেকে মহিমা ইসলাম ঊর্মি (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রায়হান চৌধুরীর স্ত্রী। গতকাল সোমবার সন্ধ্যায় শহরের আলম ডক ইয়ার্ডের ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেরাজধানীর ওয়ারীতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আজ বুধবার ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
২ ঘণ্টা আগেফরিদপুরের বোয়ালমারীতে সীমানাপ্রাচীরের ওপরই বহুতল স্কুল ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে একটি বেসরকারি সংস্থার (এনজিও) বিরুদ্ধে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিবেশী তিনটি পরিবার। ক্ষতিগ্রস্তরা এ বিষয়ে পৌর প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছেন।
৭ ঘণ্টা আগে