Ajker Patrika

নোয়াখালীতে সাম্যবাদী আন্দোলনের নেতা-কর্মীদের ওপর বিএনপির হামলা, আহত ৫

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১২ মে ২০২৫, ১৭: ৪৮
হামলায় আহত তারকেশ্বর দেবনাথ নান্টু। ছবি: আজকের পত্রিকা
হামলায় আহত তারকেশ্বর দেবনাথ নান্টু। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের মানববন্ধনের প্রস্তুতিকালে বিএনপির নেতা-কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে সংগঠনের জেলা সমন্বয়ক তারকেশ্বর দেবনাথ নান্টুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে জেলা শহর মাইজদীর শিল্পকলা একাডেমি-সংলগ্ন সড়কে এই হামলা চালানো হয়। এ সময় সাম্যবাদী আন্দোলনের নোয়াখালী জেলা শাখা কার্যালয় দখলের প্রতিবাদে মানববন্ধনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

জেলা বিএনপির সদস্যসচিব হারুন অর রশিদ আজাদের বড় ভাই জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেলের নেতৃত্বে এই হামলা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তারকেশ্বর ছাড়াও চারজন আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত অভি চক্রবর্তী জানান, ৩০ এপ্রিল সন্ধ্যায় মাইজদী টাউন হল মোড়ে সমবায় ব্যাংক মার্কেটে সাম্যবাদী আন্দোলনের কার্যালয়ে তালা দেন আবদুল মোতালেব ও তাঁর লোকজন। এর পর থেকে তাঁরা কার্যালয়ে যেতে পারছেন না। এর প্রতিবাদে আজ সকাল ১০টা থেকে সাম্যবাদী আন্দোলনের নেতা-কর্মীরা নোয়াখালী প্রেসক্লাবের সামনে জড়ো হন। পরে সেখান থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নিতে যাওয়ার পথে বিএনপির লোকজন হামলা চালান। তাঁদের লাঠির আঘাতে তারকেশ্বরসহ অন্তত পাঁচজন আহত হন। একপর্যায়ে হামলাকারীরা সাম্যবাদী আন্দোলনের নেতা-কর্মীদের কাছ থেকে ব্যানার, ফেস্টুন কেড়ে নেন। তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ে আশ্রয় নিলে সেখানেও হামলার চেষ্টা করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যান।

অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেন, সাম্যবাদী আন্দোলনের নেতা তারকেশ্বর সমবায় ব্যাংকের দুটি কক্ষ দখল করেছেন।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, হামলার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীরা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত