মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই পক্ষের গোলাগুলিতে অনুপম চাকমা (৩৫) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কালেক্টর আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বড়নাল ইউনিয়নের তৈলাফাং নামক এলাকায় প্রতিপক্ষের গুলিতে তিনি আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ৫ রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের রসিদ বই উদ্ধার করে পুলিশ।
খবর পেয়ে রাত ১১টার দিকে বিজিবি ও পুলিশ তাঁকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পুলিশের পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত অনুপম চাকমা খাগড়াছড়ি সদরের গোলাবাড়ী ইউনিয়নের হরিনাথপাড়ার মনুজয় চাকমা ছেলে।
স্থানীয়রা বলছেন, সন্ধ্যার পর থেকেই গোলাগুলির শব্দ শোনা যায়। গোলাগুলি বন্ধ হওয়ার বেশ কিছুক্ষণ পরে জানা যায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি যামিনীপাড়া জোনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অনুপম চাকমাকে উদ্ধার করে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ‘খবর পেয়ে বিজিবির সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অনুপম চাকমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ৫ রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের রসিদ বই উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আহত অনুপম চাকমার নামে একটি অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
এ ঘটনায় ২৩ বিজিবি যামিনীপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ বি এম জাহিদুল করিম বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ২৩ বিজিবির এডি নজরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থল এলাকায় টহল দিচ্ছে। যামিনীপাড়া জোন সদরের আওতাধীন এলাকা ও অধীন সব বিওপি এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ টহল তৎপরতা জোরদার করার পাশাপাশি সবাইকে সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই পক্ষের গোলাগুলিতে অনুপম চাকমা (৩৫) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কালেক্টর আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বড়নাল ইউনিয়নের তৈলাফাং নামক এলাকায় প্রতিপক্ষের গুলিতে তিনি আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ৫ রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের রসিদ বই উদ্ধার করে পুলিশ।
খবর পেয়ে রাত ১১টার দিকে বিজিবি ও পুলিশ তাঁকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পুলিশের পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত অনুপম চাকমা খাগড়াছড়ি সদরের গোলাবাড়ী ইউনিয়নের হরিনাথপাড়ার মনুজয় চাকমা ছেলে।
স্থানীয়রা বলছেন, সন্ধ্যার পর থেকেই গোলাগুলির শব্দ শোনা যায়। গোলাগুলি বন্ধ হওয়ার বেশ কিছুক্ষণ পরে জানা যায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি যামিনীপাড়া জোনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অনুপম চাকমাকে উদ্ধার করে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ‘খবর পেয়ে বিজিবির সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অনুপম চাকমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ৫ রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের রসিদ বই উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আহত অনুপম চাকমার নামে একটি অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
এ ঘটনায় ২৩ বিজিবি যামিনীপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ বি এম জাহিদুল করিম বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ২৩ বিজিবির এডি নজরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থল এলাকায় টহল দিচ্ছে। যামিনীপাড়া জোন সদরের আওতাধীন এলাকা ও অধীন সব বিওপি এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ টহল তৎপরতা জোরদার করার পাশাপাশি সবাইকে সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সিএনজি চালককে সহযোগী করে যাত্রীর কাছ থেকে নগদ, মোবাইল ও বিকাশের মাধ্যমে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত একটি সংঘবদ্ধ চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-তেজগাঁও বিভাগ। আজ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগে‘আমরা আগামীকাল বা পরশুর মধ্যে নতুন প্ল্যান নেওয়ার চেষ্টা করছি। আশা করছি, অল্প কয়েক দিনের মধ্যে আগের অবস্থায় ফিরে আসবে। আমরা আগে অ্যাসেসমেন্ট করে নিই, তারপরে আশা করছি, দ্রুত আগের অবস্থায় ফিরে আসবে।’
৩৪ মিনিট আগেরাজধানীর ব্যস্ত সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আজ বৃহস্পতিবার দিনভর থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ ও দুই পক্ষের মিলিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশকে একাধিক সাউন্ড গ্রেনেড ও টিয়ার...
৩৯ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির জাবি শাখা। এতে সহসভাপতি (ভিপি) পদে মনোনীত করা হয়েছে ফার্মেসি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আরিফুল্লাহ আদিবকে এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে মনোনীত করা হয়েছে ইংরেজি
২ ঘণ্টা আগে