নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ‘একুশে বইমেলা’ থেকে জঙ্গি সন্দেহে দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে আটক ব্যক্তিদের সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে এখনো কিছু না জানানোয় তাঁদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। আজ সোমবার দেড়টায় এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে আয়োজিত বইমেলা প্রাঙ্গণ থেকে তাঁদের আটক করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার (ডিসি) মো. ফারুক উল হক আজকের পত্রিকাকে বলেন, ‘সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তবে তিনি জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত কিনা তা আমরা এখনই বলতে চাচ্ছি না। আমরা জিজ্ঞাসাবাদ চালাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।’
এদিকে কোতোয়ালি পুলিশও সন্দেহভাজন একজনকে আটক করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন আজকের পত্রিকার কাছে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটক ব্যক্তি নিজেকে একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে পরিচয় দিয়েছে। আমরা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি। পরে বিস্তারিত বলতে পারব।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে আগে থেকেই খবর ছিল গোয়েন্দাদের কাছে। সেই অনুযায়ী বই মেলা এলাকায় সকাল থেকে কড়া নিরাপত্তা ছিল। বিপুল পরিমাণ পুলিশ মোতায়েনের পাশাপাশি কাউন্টার টেররিজম ইউনিট ও সাদা পোশাকের গোয়েন্দারা বইমেলায় অবস্থান নেয়। একপর্যায়ে বইমেলা সংলগ্ন মসজিদের সামনে থেকে প্রথমে একজনকে আটক করে নিয়ে যায় কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। এরপরই আরেকজন সন্দেহভাজনকে বইমেলা থেকে আটক করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।
গত রোববার বিকেলে জিমনেসিয়াম মাঠে ১৯ দিনব্যাপী এই বই মেলা উদ্বোধন করা হয়।
চট্টগ্রামে ‘একুশে বইমেলা’ থেকে জঙ্গি সন্দেহে দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে আটক ব্যক্তিদের সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে এখনো কিছু না জানানোয় তাঁদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। আজ সোমবার দেড়টায় এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে আয়োজিত বইমেলা প্রাঙ্গণ থেকে তাঁদের আটক করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার (ডিসি) মো. ফারুক উল হক আজকের পত্রিকাকে বলেন, ‘সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তবে তিনি জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত কিনা তা আমরা এখনই বলতে চাচ্ছি না। আমরা জিজ্ঞাসাবাদ চালাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।’
এদিকে কোতোয়ালি পুলিশও সন্দেহভাজন একজনকে আটক করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন আজকের পত্রিকার কাছে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটক ব্যক্তি নিজেকে একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে পরিচয় দিয়েছে। আমরা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি। পরে বিস্তারিত বলতে পারব।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে আগে থেকেই খবর ছিল গোয়েন্দাদের কাছে। সেই অনুযায়ী বই মেলা এলাকায় সকাল থেকে কড়া নিরাপত্তা ছিল। বিপুল পরিমাণ পুলিশ মোতায়েনের পাশাপাশি কাউন্টার টেররিজম ইউনিট ও সাদা পোশাকের গোয়েন্দারা বইমেলায় অবস্থান নেয়। একপর্যায়ে বইমেলা সংলগ্ন মসজিদের সামনে থেকে প্রথমে একজনকে আটক করে নিয়ে যায় কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। এরপরই আরেকজন সন্দেহভাজনকে বইমেলা থেকে আটক করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।
গত রোববার বিকেলে জিমনেসিয়াম মাঠে ১৯ দিনব্যাপী এই বই মেলা উদ্বোধন করা হয়।
নরসিংদীর রায়পুরায় এসএসসি পরীক্ষার্থী রাজন শিকদার হত্যা মামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও দিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রোববার (৪ মে) বিকেলের দিকে রায়পুরা থানা প্রাঙ্গণে এ কর্মসূচিতে নিহতের সহপাঠী, শিক্ষক ও স্বজনেরা অংশগ্রহণ করেন।
৩ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণ দাবিতে এক দফা আন্দোলন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। টানা ১৮ দিন নানা দাবির পর আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এক দফার ঘোষণা দেন। পরে এই দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। এর আগে বেলা ১১টায় উপাচার্য ড. শুচিতা শরমিন সংবাদ সম
১২ মিনিট আগেলক্ষ্মীপুরে এক আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। আজ রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। ওই নেতা হলেন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ হোসেন। তাঁর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে হামলা ও খুনের অভিযোগ
১৯ মিনিট আগেপানি কখনো মারণাস্ত্র হতে পারে না। পানি কখনো যুদ্ধাস্ত্র হতে পারে না। একমাত্র ভারত সারা বিশ্বকে দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হলে তারা কাজটি করতে পারে।
২৮ মিনিট আগে