Ajker Patrika

চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১০: ৩৪
চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

নিহতরা হলো শান্ত (১৭) ও আসিফ (১৮)। শান্ত চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। এখনো আসিফের পরিচয় জানা যায়নি। আহতরা হলো সাজ্জাদ (১৭) ও মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম (৭০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী সাজ্জাদ এবং নুরুল হক উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী শান্ত ও আসিফ বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে মহামায়া বাজার এলাকায় যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারিয়ে মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের গায়ে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শান্তর মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহীসহ পথচারী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠিয়েছে। হাসপাতালে নেওয়ার পথে আসিফ মারা যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোমান বলেন, শান্তর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ও রক্তক্ষরণ হয়েছে।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া বলেন, নিহত একজনের মরদেহ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটির এফডিআর, স্থায়ী বরখাস্ত হচ্ছেন বিটিআরসির আমজাদ

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

সকালে তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, দুপুরে মাটি খুঁড়ে মিলল নারীর গলাকাটা লাশ

মামলায় ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও প্ররোচনার’ অভিযোগ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত