Ajker Patrika

মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছি: ভূমিমন্ত্রী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছি: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘উন্নয়নের দায়িত্ব আমাকে দেন, কর্ণফুলীতে উন্নয়ন হচ্ছে আরও হবে। আমার প্রয়াত বাবা আখতারুজ্জামান চৌধুরী বাবু এ এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে উপজেলা গঠনের উদ্যোগ নেন। বাবার স্বপ্ন ছিল এখানকার মানুষকে ত্রিমুখী শাসন থেকে মুক্ত করা। বাবার স্বপ্ন পূরণে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছি।’ 

আজ শুক্রবার চট্টগ্রামের কর্ণফুলী চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গুরামিয়া জামে মসজিদে জুমার নামাজে মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। 

ভূমিমন্ত্রী বলেন, ‘এ উপজেলা গঠন সহজ ছিল না, নানা প্রশাসনিক জটিলতার অবসান ঘটিয়ে করা হয়েছে। সম্প্রতি পুরোনো ব্রিজঘাট বাজারে সিডিএ উচ্ছেদ অভিযান আর স্থানীয় ব্যবসায়ীদের ক্ষতির বিষয়ে আমি খোঁজ নিয়েছি। উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কীভাবে স্থায়ীভাবে পুনর্বাসন করা যায় সে নিয়ে আলাপ-আলোচনা করা হচ্ছে। নেওয়া হবে আইনিভাবে একটি ব্যবস্থা।’ 

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, ইউএনও মো. মামুনুর রশিদ, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আজিম আলী, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমির আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী ছাবের আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত