Ajker Patrika

কেইপিজেডে গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু, সড়ক অবরোধ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৩ জুন ২০২৩, ২৩: ০২
কেইপিজেডে গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু, সড়ক অবরোধ

চট্টগ্রামের কেইপিজেড এলাকায় শ্রমিকবাহী জিপের ধাক্কায় তিন বছরের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার মিন্নত আলী দোভাষী এলাকার সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। 

নিহত শিশুর নাম মোহাম্মদ আজমাইন। সে একই এলাকার মোহাম্মদ ছালেহ জঙ্গীর শিশু সন্তান। 

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সামনে রাস্তায় সহপাঠীদের সঙ্গে খেলছিল শিশুটি। এ সময় কেইপিজেডের শ্রমিকবাহী দ্রুতগতিতে আসা একটি জিপ তাকে ধাক্কা দেয়। এ সময় ছিটকে পড়ে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়। পরে স্থানীয়রা সড়ক অবরোধ করে এবং জিপসহ চালককে আটক করে। 

স্থানীয় বারশত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ কাইয়ূম শাহ্ আজকের পত্রিকাকে বলেন, ‘দ্রুতগতিতে আসা কেইপিজেডের শ্রমিকবাহী জিপের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় শিশুটি। এ সময় স্থানীয়রা জিপের চালককে আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত সেখানে ছুটে যায় এবং পুলিশকে খবর দেওয়া হয়।’ 

রাঙাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহরাওয়ার্দী আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় তিন বছরের এক শিশু মারা গেছে। দুর্ঘটনাকবলিত জিপটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। আটক জিপের চালক মোহাম্মদ সাহাবুদ্দিন (৪০)।’ 

তিনি আরও বলেন, ‘শিশুটি মৃত্যুর খবর শুনে নিহতের স্বজন ও স্থানীয়রা সড়কে যানচলাচল বন্ধ করে দেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত