Ajker Patrika

নোয়াখালীর সুধারাম মডেল থানার ওসিকে প্রত্যাহার

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুধারাম মডেল থানার ওসিকে প্রত্যাহার

নোয়াখালী পৌরসভা নির্বাচনী দায়িত্ব থেকে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিনকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের তিনদিন আগে তাঁকে প্রত্যাহার আদেশ দিয়েছে নির্বাচন কমিশন। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারি সচিব মোহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারকে নির্দেশনা দেওয়া হয়। পরে রাতে জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী সদর পৌরসভার সাধারণ নির্বাচনকালীন প্রশাসনিক কারণে সুধারাম মডেল থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিনকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে প্রত্যাহার করে তার স্থলে একজন উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করে নির্বাচন কমিশন, সচিবালয়কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়।

তবে শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তার স্থলে নতুন কোনো ওসি এখনও পদায়ন করা হয়নি বলে জানিয়েছেন পুলিশ সুপার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত