Ajker Patrika

মাটির দেয়াল ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৬: ১৮
মাটির দেয়াল ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু

ভারী বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে ঘুমন্ত অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত শিশুর নাম তাহমিদা মান্নান নিঝুম (৮)। সে ওই এলাকার আবদুল মান্নানের মেয়ে ও স্থানীয় চাটারা নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। 

স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী আমিনুল হকের গুদামঘর ভেঙে আবদুল মান্নানের ঘরের দেয়ালের ওপর পড়ে। এতে পুরো ঘরটি ভেঙে যায় এবং ঘুমন্ত শিশুটির মাটি চাপা পড়ে মৃত্যু হয়। 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানার একটি দল ঘটনাস্থল গেছে। স্থানীয়দের অনুরোধে এ বিষয়ে কোনো মামলা করা হয়নি।

এদিকে দুই দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে চট্টগ্রামে। আজও সকাল থেকে বৃষ্টি হয়েছে। 

আবহাওয়া অফিস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আরও কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেতও দেখাতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত