হিমেল চাকমা ও সুমন্ত চাকমা, রাঙামাটি থেকে
প্রায় আড়াই হাজার ফুট উঁচু পাহাড়ে অবস্থিত রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নে লক্ষণ্যাপাড়া। এত দিন পাড়ায় মানুষের পানির একমাত্র উৎস ছিল বৃষ্টি, নয়তো দূর পাহাড়ে পানির খোঁজে বের হতে হতো।
ইউএনডিপির একটি প্রকল্পের মাধ্যমে এবার তাঁদের ঘরের উঠানে পানি পৌঁছে দিচ্ছে জেলা পরিষদ। মাত্র ২ লাখ টাকা ব্যয়ে আড়াই হাজার ফুট উঁচু পাহাড়ে অনর্গল পানি তুলে দিচ্ছে। এতে খুশি লক্ষণ্যাপাড়ার বাসিন্দারা।
পাড়াবাসী জানান, আগে বৃষ্টি না হলে দূর পাহাড়ে পানির খোঁজে বের হতে হতো। পাহাড়ি পথ বেয়ে পানি আনতেন নারীরা। এতে এক ঘণ্টা বা তারও বেশি সময় লাগত। তবে শুষ্ক মৌসুমে এ কষ্ট তিন-চার গুণ বেড়ে যেত। বালুখালি ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা বলেন, প্রকল্পটি হওয়ায় লক্ষণ্যাপাড়া শত বছরের পানির কষ্ট দূর করেছে। এ ধরনের আরও অনেক এলাকা রয়েছে। সরকার চাইলে সব এলাকায় এটি বাস্তবায়ন করতে পারে।
লক্ষণ্যাপাড়ায় গিয়ে দেখা যায়, পাড়ার পাশে উঁচু পাহাড়ে বসানো হয়েছে ৮টি সৌর প্যানেল। নিচে একটি ঘরের ভেতরে রাখা হয়েছে ৮টি ব্যাটারি ও একটি আইপিএস। সেখান থেকে পাহাড়ের নিচে ঝিরিতে একটি বৈদ্যুতিক সংযোগ গেছে। সেখানে বসানো ২ হর্স পাওয়ারের পানির মোটর বসানো হয়েছে। সংযোগ দেওয়া হলে দীর্ঘ নল বেয়ে পানি চলে আসছে পাড়ায়।
পার্বত্য চট্টগ্রাম জলবায়ু সহনশীল প্রকল্পের আওতায় জেলায় ৪টি উপজেলায় ৮টি প্রকল্পের মাধ্যমে ৪৮টি পাড়ার মানুষ এ সুবিধা পাচ্ছে। তবে পাহাড়ে হাজারো গ্রাম আছে সারা বছর পানির কষ্ট লেগে থাকছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে পার্বত্য চট্টগ্রামে অনেক প্রাকৃতিক পানির উৎস নষ্ট হয়ে গেছে। সরকারি সহযোগিতা থাকলে ভালো থাকা উৎস কাজে লাগিয়ে পাহাড়ে মানুষের শত বছরের পানির কষ্ট লাঘব করা সম্ভব হবে।
প্রকল্পের জেলা সমন্বয় কর্মকর্তা পলাশ খীসা বলেন, ড্যানিডার সহযোগিতা জেলা পরিষদ এ প্রকল্পগুলো বাস্তবায়ন করছে। এ প্রকল্পটি চলতি বছর সেপ্টেম্বরে শেষ হবে। দাতা সংস্থা চাইলে এটি বাড়তেও পারে। কারণ প্রকল্পটি খুব জনমুখী একটি প্রকল্প হিসেবে সুনাম অর্জন করেছে।
পাড়ার কার্বারি গিয়ানানন্দ চাকমান (৫০) বলেন, জেলা পরিষদ খুব ভালো একটি কাজ করেছে। এটা রক্ষণাবেক্ষণ ও দীর্ঘদিন স্থায়িত্বের জন্য আমরা কাজ করছি।
গ্রামের গীতা চাকমা (২৮) বলেন, ‘ছোটকাল থেকে পানির কষ্ট পাচ্ছি আমরা। শুষ্ক মৌসুমে জুম থেকে ফিরে পানির অভাবে গোসল ছাড়া থাকতে হতো। ছড়ায় পানি কমে যেত। পানি আনতে দুই-আড়াই ঘণ্টা পাহাড়ি পথ হেঁটে যেতে হতো। এখন সে কষ্ট দূর হয়েছে।’
গ্রামের রংগলা চাকমা (৬০) বলেন, ‘সারা জীবন পাহাড়ের নিচে থেকে পানি তুলতে জীবন গেল। বর্ষায় পানি আনতে গিয়ে পা পিছলে গিয়ে অনেকে আহত হয়েছে। আমিও আহত হয়েছি। সে আঘাত নিয়ে এখনো ভুগছি। বুড়ো বয়সে এভাবে পানি পাব ভাবিনি।’
প্রায় আড়াই হাজার ফুট উঁচু পাহাড়ে অবস্থিত রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নে লক্ষণ্যাপাড়া। এত দিন পাড়ায় মানুষের পানির একমাত্র উৎস ছিল বৃষ্টি, নয়তো দূর পাহাড়ে পানির খোঁজে বের হতে হতো।
ইউএনডিপির একটি প্রকল্পের মাধ্যমে এবার তাঁদের ঘরের উঠানে পানি পৌঁছে দিচ্ছে জেলা পরিষদ। মাত্র ২ লাখ টাকা ব্যয়ে আড়াই হাজার ফুট উঁচু পাহাড়ে অনর্গল পানি তুলে দিচ্ছে। এতে খুশি লক্ষণ্যাপাড়ার বাসিন্দারা।
পাড়াবাসী জানান, আগে বৃষ্টি না হলে দূর পাহাড়ে পানির খোঁজে বের হতে হতো। পাহাড়ি পথ বেয়ে পানি আনতেন নারীরা। এতে এক ঘণ্টা বা তারও বেশি সময় লাগত। তবে শুষ্ক মৌসুমে এ কষ্ট তিন-চার গুণ বেড়ে যেত। বালুখালি ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা বলেন, প্রকল্পটি হওয়ায় লক্ষণ্যাপাড়া শত বছরের পানির কষ্ট দূর করেছে। এ ধরনের আরও অনেক এলাকা রয়েছে। সরকার চাইলে সব এলাকায় এটি বাস্তবায়ন করতে পারে।
লক্ষণ্যাপাড়ায় গিয়ে দেখা যায়, পাড়ার পাশে উঁচু পাহাড়ে বসানো হয়েছে ৮টি সৌর প্যানেল। নিচে একটি ঘরের ভেতরে রাখা হয়েছে ৮টি ব্যাটারি ও একটি আইপিএস। সেখান থেকে পাহাড়ের নিচে ঝিরিতে একটি বৈদ্যুতিক সংযোগ গেছে। সেখানে বসানো ২ হর্স পাওয়ারের পানির মোটর বসানো হয়েছে। সংযোগ দেওয়া হলে দীর্ঘ নল বেয়ে পানি চলে আসছে পাড়ায়।
পার্বত্য চট্টগ্রাম জলবায়ু সহনশীল প্রকল্পের আওতায় জেলায় ৪টি উপজেলায় ৮টি প্রকল্পের মাধ্যমে ৪৮টি পাড়ার মানুষ এ সুবিধা পাচ্ছে। তবে পাহাড়ে হাজারো গ্রাম আছে সারা বছর পানির কষ্ট লেগে থাকছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে পার্বত্য চট্টগ্রামে অনেক প্রাকৃতিক পানির উৎস নষ্ট হয়ে গেছে। সরকারি সহযোগিতা থাকলে ভালো থাকা উৎস কাজে লাগিয়ে পাহাড়ে মানুষের শত বছরের পানির কষ্ট লাঘব করা সম্ভব হবে।
প্রকল্পের জেলা সমন্বয় কর্মকর্তা পলাশ খীসা বলেন, ড্যানিডার সহযোগিতা জেলা পরিষদ এ প্রকল্পগুলো বাস্তবায়ন করছে। এ প্রকল্পটি চলতি বছর সেপ্টেম্বরে শেষ হবে। দাতা সংস্থা চাইলে এটি বাড়তেও পারে। কারণ প্রকল্পটি খুব জনমুখী একটি প্রকল্প হিসেবে সুনাম অর্জন করেছে।
পাড়ার কার্বারি গিয়ানানন্দ চাকমান (৫০) বলেন, জেলা পরিষদ খুব ভালো একটি কাজ করেছে। এটা রক্ষণাবেক্ষণ ও দীর্ঘদিন স্থায়িত্বের জন্য আমরা কাজ করছি।
গ্রামের গীতা চাকমা (২৮) বলেন, ‘ছোটকাল থেকে পানির কষ্ট পাচ্ছি আমরা। শুষ্ক মৌসুমে জুম থেকে ফিরে পানির অভাবে গোসল ছাড়া থাকতে হতো। ছড়ায় পানি কমে যেত। পানি আনতে দুই-আড়াই ঘণ্টা পাহাড়ি পথ হেঁটে যেতে হতো। এখন সে কষ্ট দূর হয়েছে।’
গ্রামের রংগলা চাকমা (৬০) বলেন, ‘সারা জীবন পাহাড়ের নিচে থেকে পানি তুলতে জীবন গেল। বর্ষায় পানি আনতে গিয়ে পা পিছলে গিয়ে অনেকে আহত হয়েছে। আমিও আহত হয়েছি। সে আঘাত নিয়ে এখনো ভুগছি। বুড়ো বয়সে এভাবে পানি পাব ভাবিনি।’
নাগরিক ঐক্যের যশোরের বাঘারপাড়ার উপজেলা কমিটির সদস্যসচিব হয়েছেন মেহজাবিন জান্নাত অনন্যা। তিনি জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসূলের মেয়ে। তবে এর মধ্যে নিজের বাবার মতাদর্শের বাইরে রাজনীতি নিয়ে সমালোচনার মুখে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে কমিটি থেকে অব্যাহতি নেন তিনি।
৮ মিনিট আগেরোহিঙ্গা সংকট নিরসনে টেকসই সমাধানের লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে ‘স্টেকহোল্ডারস ডায়ালগ: টেকঅ্যাওয়েজ টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। প্রথম দিনে রোহিঙ্গা প্রতিনিধিদের মতামত নেওয়া হয়।
২৩ মিনিট আগেরোগী ও স্থানীয়দের চলাচলের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের রাস্তা সংস্কার ও প্রশস্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। রোববার (২৪ আগস্ট) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নে হাসপাতাল ফটকের সামনে সচেতন তরুণ সমাজের ব্যানারে মানববন্ধন করে তাঁরা এ দাবি জানান।
৪৪ মিনিট আগেমাদক শনাক্তের এই জটিলতা কাটাতে শিগগির কক্সবাজারে একটি মাদক পরীক্ষাগার নির্মাণে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক সৌমেন মণ্ডল।
১ ঘণ্টা আগে