Ajker Patrika

তিতাসে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে অনশন কর্মসূচি 

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 
তিতাসে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে অনশন কর্মসূচি 

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে তিতাসে ঘোষিত অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় উপজেলার কড়িকান্দি বাজারস্থ মোল্লা সুপার মার্কেট প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। 

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজ্বী আলী হোসেন মোল্লার সভাপতিত্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ওসমান গনি ভূঁইয়া, সহসভাপতি মিজানুর রহমান ভুলু সিকদার, মেহেদি হাসান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাদু মোল্লা, কাজী কবির হোসেন সেন্টু, উপজেলা মহিলা দলের সভাপতি রুবি ইসলাম, জগতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল হক মাস্টার, সাতানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জরিম সওদাগর, উপজেলা যুবদলের সদস্যসচিব আবুল খায়ের টিপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক হোসেন ভূঁইয়া, শ্রমিক দলের সভাপতি আদিলুর রহমান আদিল ও ছাত্র দলের সভাপতি মাঈনুদ্দিন খসরু প্রমুখ। 

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত