ফেনী প্রতিনিধি
ফেনীতে টিনবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৮টার দিকে জেলা শহরতলির ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আবদুল গনি ইমরান (২৯)। তিনি সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কেরানি বাড়ির আহসান উল্লাহর ছোট ছেলে। তিনি পেশায় নির্মাণশ্রমিক।
দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মহিপাল হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. হারুনুর রশীদ। তিনি বলেন, টিনবোঝাই ট্রাক উল্টে গেলে এর নিচে চাপা পড়েন ইমরান। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, আজ রাত ৮টার দিকে ফতেহপুর এলাকায় একটি টিনবোঝাই ট্রাক উল্টে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, উল্টে যাওয়া ট্রাকের টিনের নিচে চাপা পড়ে আছেন ইমরান। পরে ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ও ফেনী ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আহসান উল্লাহ্ বলেন, ইমরান তাঁর অসুস্থ মাকে চট্টগ্রামে হাসপাতালে ভর্তি করিয়ে বাড়িতে ফেরার কথা ছিল। রাত ৮টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইল ফোনে কল করে জানান, তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। তাৎক্ষণিক হাসপাতালে এসে তাঁর মরদেহ দেখতে পাই।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রায়হান বলেন, হাসপাতালে আনার আগেই ইমরানের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ফেনীতে টিনবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৮টার দিকে জেলা শহরতলির ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আবদুল গনি ইমরান (২৯)। তিনি সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কেরানি বাড়ির আহসান উল্লাহর ছোট ছেলে। তিনি পেশায় নির্মাণশ্রমিক।
দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মহিপাল হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. হারুনুর রশীদ। তিনি বলেন, টিনবোঝাই ট্রাক উল্টে গেলে এর নিচে চাপা পড়েন ইমরান। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, আজ রাত ৮টার দিকে ফতেহপুর এলাকায় একটি টিনবোঝাই ট্রাক উল্টে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, উল্টে যাওয়া ট্রাকের টিনের নিচে চাপা পড়ে আছেন ইমরান। পরে ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ও ফেনী ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আহসান উল্লাহ্ বলেন, ইমরান তাঁর অসুস্থ মাকে চট্টগ্রামে হাসপাতালে ভর্তি করিয়ে বাড়িতে ফেরার কথা ছিল। রাত ৮টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইল ফোনে কল করে জানান, তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। তাৎক্ষণিক হাসপাতালে এসে তাঁর মরদেহ দেখতে পাই।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রায়হান বলেন, হাসপাতালে আনার আগেই ইমরানের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৪ ঘণ্টা আগে