Ajker Patrika

চাঁদপুরে সড়কের দুই পাশ থেকে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে আজ মঙ্গলবার মহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে আজ মঙ্গলবার মহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশ থেকে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। আজ মঙ্গলবার শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার এই অভিযান চালান। এ সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসারের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ ও সেনাসদস্য উপস্থিত ছিলেন।

নিগার সুলতানা বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে কিছু লোক স্থায়ী ইমারত নির্মাণ করে ব্যবসা করে আসছিলেন। এসব স্থাপনা অপসারণের জন্য তাঁদের বারবার বলা হলেও তা শোনেননি। তাই যানজট নিরসন ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে উচ্ছেদ অভিযান চালানো হয়।’

উপজেলার শাহরাস্তি গেট ও কালিয়াপাড়া এলাকায় সব মিলিয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত