নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে কথা-কাটাকাটির একপর্যায়ে মোহাম্মদ আইমন (২০) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহজনক তিনজনকে আটক করেছে। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে চৌমুহনী হোসেন মার্কেট সংলগ্ন ভৌমিক ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।
নিহত আইমন চৌমুহনী ব্যাংক রোডের জুতা ব্যবসায়ী এবং চৌমুহনী পৌর এলাকার গণিপুর খালাসি বাড়ির মো. নূর নবীর ছেলে। আটককৃতরা হলেন, পৌর করিমপুর এলাকার আবদুল হাইয়ের ছেলে মোহাম্মদ পাভেল (২১), একই এলাকার বাচ্চুর ছেলে রাকিব (২০) ও আজাদের ছেলে নিরব (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, চৌমুহনী হোসেন মার্কেটের সংলগ্ন ভৌমিক ফার্মেসির সামনে জুতার ব্যবসা করতেন আইমন। সন্ধ্যায় আটককৃত তিনজন জুতা কিনতে আসলে দাম নিয়ে আইমনের সঙ্গে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে একটি ছোরা দিয়ে আইমনের বুকে জখম করলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আইমনকে মৃত ঘোষণা করেন। এদিকে হামলাকারীরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা মাদক মামলায় কয়েক দিন কারাগারে ছিলেন।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় নীরব, রাকিব ও পাভেল নামে তিনজনকে তাৎক্ষণিক আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি ছোরা উদ্ধার করা হয়েছে।’
ওসি আরও বলেন, ‘নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে কথা-কাটাকাটির একপর্যায়ে মোহাম্মদ আইমন (২০) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহজনক তিনজনকে আটক করেছে। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে চৌমুহনী হোসেন মার্কেট সংলগ্ন ভৌমিক ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।
নিহত আইমন চৌমুহনী ব্যাংক রোডের জুতা ব্যবসায়ী এবং চৌমুহনী পৌর এলাকার গণিপুর খালাসি বাড়ির মো. নূর নবীর ছেলে। আটককৃতরা হলেন, পৌর করিমপুর এলাকার আবদুল হাইয়ের ছেলে মোহাম্মদ পাভেল (২১), একই এলাকার বাচ্চুর ছেলে রাকিব (২০) ও আজাদের ছেলে নিরব (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, চৌমুহনী হোসেন মার্কেটের সংলগ্ন ভৌমিক ফার্মেসির সামনে জুতার ব্যবসা করতেন আইমন। সন্ধ্যায় আটককৃত তিনজন জুতা কিনতে আসলে দাম নিয়ে আইমনের সঙ্গে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে একটি ছোরা দিয়ে আইমনের বুকে জখম করলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আইমনকে মৃত ঘোষণা করেন। এদিকে হামলাকারীরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা মাদক মামলায় কয়েক দিন কারাগারে ছিলেন।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় নীরব, রাকিব ও পাভেল নামে তিনজনকে তাৎক্ষণিক আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি ছোরা উদ্ধার করা হয়েছে।’
ওসি আরও বলেন, ‘নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৪ ঘণ্টা আগে