Ajker Patrika

কুতুবদিয়ায় ৬ পলাতক আসামি গ্রেপ্তার

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কুতুবদিয়ায় ৬ পলাতক আসামি গ্রেপ্তার

কুতুবদিয়ায় পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোর রাত পর্যন্ত উপজেলার কৈয়ারবিল ও আলী আকবর ডেইল ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, কৈয়ারবিল ইউনিয়নের নজর আলী মাতবর পাড়ার মৃত মোহাম্মদ হোছাইনের পুত্র আরজুল ইসলাম প্রকাশ আজিজুল ইসলাম (২২) ও মো. জিয়াবুল হোছাইন, সিরাজুল হকের পুত্র মোজাম্মেল হক (৪০), আলী আকবর ডেইল ইউনিয়নের পুতুইন্যার পাড়া গ্রামের সকি আলমের পুত্র মো. নেছার উদ্দিন (২৪) এবং স্ত্রী ইনুন নাহার (৪৫), নেজাম উদ্দিনের স্ত্রী রুমা আকতার (২৫)। 

থানার ওসি ওমর হায়দার জানান, মঙ্গলবার ভোর রাত পর্যন্ত থানার উপপরিদর্শক (এসআই) রায়হান উদ্দিনের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত ৬ আসামিদের গ্রেপ্তার করা হয়। বুধবার গ্রেপ্তারকৃতদের আসামিদের কুতুবদিয়া আদালতে প্রেরণ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত