Ajker Patrika

পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১২ মার্চ ২০২৩, ১১: ১২
পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে মৃত্যুর অভিযোগ

চট্টগ্রাম নগরীর ইপিজেডে ছাদ থেকে পড়ে গিয়ে মনসুর আলম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অভিযোগ রয়েছে, পুলিশের ধাওয়া খেয়ে ওই ব্যক্তি ছাদ থেকে নিচে লাফিয়ে পড়েন। আজ শনিবার দুপুরে ইপিজেড থানাধীন নারকেলতলা এলাকার হক সাহেব গলির রহিমা মঞ্জিল নামে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মনসুর ওই এলাকার মৃত ফোরকান আহমেদের ছেলে। 

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর করিম আজকের পত্রিকাকে বলেন, পুলিশের ধাওয়া খেয়ে ওই ব্যক্তির মৃত্যুর অভিযোগের বিষয়টি ঠিক নয়। 

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দপুরে তিনি পানির ট্যাংকি পরিষ্কার করার জন্য ছাদে উঠেছিলেন। পরে দুর্ঘটনাবশত নিচে পড়ে যান। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনি মারা যান। ওসি বলেন, হাসপাতালে মৃত্যুর পর ওখানকার পুলিশের কাছ থেকে তাঁর মৃত্যুর বিষয়টি জেনে সেখানে গিয়ে ইপিজেড থানার পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

হাসপাতালে থাকা নিহতের ছেলে আল আমিন বলেন, পুলিশের ধাওয়া খেয়ে বাবার মৃত্যুর বিষয়টি ঠিক না। আপনারা পুলিশের সাথে কথা বলেন। 

এর আগে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আজ শনিবার দুপুর ১টা ৫০ মিনিটে মনসুর আলমকে হাসপাতালে আনা হলে কর্তৃব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় একটি সূত্র জানায়, বিভিন্নজনের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগে মনসুরকে দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিল। ঘটনার দিন পুলিশ রহিমা মঞ্জিল ভবনটি ঘেরাও করলে তিনি ছাদ থেকে লাফিয়ে পড়েন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত