নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জাকির হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। তাঁর লাশ খালে ফেলে দেওয়ার সময় দুই ব্যক্তিকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
আজ মঙ্গলবার বিকেলে জাকিরের লাশ বেগমগঞ্জ থেকে এনে সোনাইমুড়ী উপজেলার বাংলাবাজার এলাকার খালে ফেলা হয়।
জাকির হোসেন সোনাইমুড়ীর সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের রফিক উল্যাহ মিস্ত্রির ছেলে। তিনি স্থানীয় সন্ত্রাসী গ্রুপ জাকির বাহিনীর প্রধান বলে জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় হত্যা, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে।
জানা গেছে, আজ দুপুরে সোনাইমুড়ীর সোনাপুর ইউনিয়নের সোনাপুর বাজারে নজরুল ইসলাম নামের এক ব্যক্তির মাটি কাটার মেশিন পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে জাকিরের বিরুদ্ধে। এ ঘটনার পর দুর্বৃত্তরা সিএনজিচালিত অটোরিকশায় করে জাকিরকে তাঁর বাড়ি থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। বিকেলে অটোরিকশা থেকে পাশের উপজেলা বেগমগঞ্জের পলোয়ানপোল এলাকার খালে জাকিরের লাশ ফেলে দেওয়ার সময় স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পায়। এ সময় লোকজন অটোরিকশাটি ধাওয়া করে বাংলাবাজার এলাকায় গিয়ে সেটি জব্দ করে। পরে অটোরিকশার চালক ও ভেতরে থাকা বাবু (৩৬) নামের এক যুবককে পিটুনি দিয়ে বেঁধে রাখে স্থানীয় লোকজন।
খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা-পুলিশ গিয়ে তাঁদের আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। একই সঙ্গে খাল থেকে জাকিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নজরুলের সঙ্গে জাকিরের ঝামেলার কথা আমরাও শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে। জাকিরের বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে সোনাইমুড়ী থানায় ১১টি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে অন্য থানায় আরও মামলা রয়েছে।’
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, নিহতের মৃতদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক দুজনকে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় পরবর্তীকালে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জাকির হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। তাঁর লাশ খালে ফেলে দেওয়ার সময় দুই ব্যক্তিকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
আজ মঙ্গলবার বিকেলে জাকিরের লাশ বেগমগঞ্জ থেকে এনে সোনাইমুড়ী উপজেলার বাংলাবাজার এলাকার খালে ফেলা হয়।
জাকির হোসেন সোনাইমুড়ীর সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের রফিক উল্যাহ মিস্ত্রির ছেলে। তিনি স্থানীয় সন্ত্রাসী গ্রুপ জাকির বাহিনীর প্রধান বলে জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় হত্যা, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে।
জানা গেছে, আজ দুপুরে সোনাইমুড়ীর সোনাপুর ইউনিয়নের সোনাপুর বাজারে নজরুল ইসলাম নামের এক ব্যক্তির মাটি কাটার মেশিন পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে জাকিরের বিরুদ্ধে। এ ঘটনার পর দুর্বৃত্তরা সিএনজিচালিত অটোরিকশায় করে জাকিরকে তাঁর বাড়ি থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। বিকেলে অটোরিকশা থেকে পাশের উপজেলা বেগমগঞ্জের পলোয়ানপোল এলাকার খালে জাকিরের লাশ ফেলে দেওয়ার সময় স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পায়। এ সময় লোকজন অটোরিকশাটি ধাওয়া করে বাংলাবাজার এলাকায় গিয়ে সেটি জব্দ করে। পরে অটোরিকশার চালক ও ভেতরে থাকা বাবু (৩৬) নামের এক যুবককে পিটুনি দিয়ে বেঁধে রাখে স্থানীয় লোকজন।
খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা-পুলিশ গিয়ে তাঁদের আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। একই সঙ্গে খাল থেকে জাকিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নজরুলের সঙ্গে জাকিরের ঝামেলার কথা আমরাও শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে। জাকিরের বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে সোনাইমুড়ী থানায় ১১টি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে অন্য থানায় আরও মামলা রয়েছে।’
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, নিহতের মৃতদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক দুজনকে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় পরবর্তীকালে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হালুয়াঘাটে অনুমোদনবিহীন কারখানায় শিশুখাদ্য তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার উপজেলার কৈচাপুর ইউনিয়নের বড়দাসপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় আইস ললি, তেঁতুলের চাটনিসহ বেশ কিছু পণ্য ধ্বংস করা হয়েছে।
৯ মিনিট আগেফরিদা আখতার বলেন, ‘এ নদীর পোনাগুলো মুক্তার মতো। এখান থেকে বছরে শত শত কোটি টাকার মাছ উৎপাদন সম্ভব। কিন্তু দূষণের কারণে হালদার মা মাছ এখন একবারই ডিম দেয়, আগে দিত তিনবার। এটা বন্ধ করতে হবে।’
১০ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ রংপুর শহরে শহীদ আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার স্থান থেকে শুরু হয়েছে। শেষ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। আজ মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শুরু হওয়া পদযাত্রায় হাজারো মানুষ অংশ নেন। পদযাত্রায় অংশ নেওয়া নেতা-কর্মীরা নানা স্লোগানে পুরো
২৯ মিনিট আগেখাজিদা বেগম জানান, তাঁর মেয়ে ফাবিহা খানম চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষার্থী। পরীক্ষা শুরুর মাত্র দুই দিন আগে গত মঙ্গলবার ফাবিহার সন্তানের জন্ম হয়। এই পরিস্থিতিতেও এইচএসসি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্তে স্থির থাকে ফাবিহা।
৩০ মিনিট আগে