Ajker Patrika

কক্সবাজারে ট্রলারডুবি: আরও ৩ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৪: ০৬
কক্সবাজারে ট্রলারডুবি: আরও ৩ জেলের মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরের কক্সবাজারের নাজিরারটেক চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় আরও তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাঁদের মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

জানা গেছ, হোসেন আহমদ, আজিজুল হক ও মোহাম্মদ আবছার নামের এই তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়। তাঁদের বাড়ি সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল গ্রামে।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় একই এলাকা থেকে আবু তৈয়ব ও সাইফুল ইসলাম নামের আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে এই ট্রলারডুবির ঘটনায় মোট পাঁচজনের মরদেহ উদ্ধার করা হলো। দুর্ঘটনাকবলিত ট্রলারের মালিক জাকের হোসেন পাঁচ জেলের মরদেহ উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। 

গত শুক্রবার বৈরী আবহাওয়ায় গভীর সাগর থেকে ফিরে আসছিল এফবি মায়ের দোয়া নামের মাছ ধরার ট্রলারটি। এদিন বিকেলে ট্রলারটি মহেশখালীর সোনাদিয়া দ্বীপের কাছে নাজিরারটেক চ্যানেলে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়। এই ট্রলারে থাকা ১৯ জেলের মধ্যে আটজনকে তাৎক্ষণিক উদ্ধার করে কোস্টগার্ড। এরপর অন্য ট্রলারের সহায়তায় আরও তিনজন জেলে ফিরে আসেন। নিখোঁজ হন আটজন। এর মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও তিনজন নিখোঁজ রয়েছেন। 

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সেলিম উদ্দিন আজ সকালে তিন জেলের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলেদের স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত