চাঁদপুর প্রতিনিধি
সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি বলেছেন, ‘জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন, তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়নের জন্য এখন কাজ করে চলেছেন। তিনি যেভাবের দেশের অর্থনৈতিক উন্নয়ন করছেন, দেশ তত অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।’
আজ শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর স্টেডিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী এসব কথা বলেন।
দীপু মনি বলেন, ‘আমাদের এই রোগীদের পাশে দাঁড়ানোর সক্ষমতা আমরা দেখতে পাচ্ছি। কারণ দেশে সরকারি ভালো ভালো হাসপাতাল তৈরি হয়েছে। অনেক ডায়াগনস্টিক সেন্টার হয়েছে এবং সেখানে স্বল্পমূল্যে ভালো চিকিৎসার ব্যবস্থা আছে। কাজেই আপনাদের বলব কোনো দালালের খপ্পরে পড়বেন না। আপনার অসুস্থতার বিষয়ে সরাসরি চিকিৎসকের কাছে যাবেন এবং সেবা নেবেন। প্রয়োজন হলে সরকারি হাসপাতালে যাবেন। আপনাদের অনুরোধ করব সরকারি হাসপাতালে গেলে সেখানে সবচাইতে ভালো চিকিৎসা পাবেন এটির নিশ্চয়তা দেওয়া যায়। কারণ এসব হাসপাতালগুলোতে দেশের সবচেয়ে অভিজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন।’
শেখ হাসিনার সরকার সমাজ সেবায় মানুষের পাশে দাঁড়াচ্ছে উল্লেখ করে দীপু মনি বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আপনাদের পাশে আরও বেশি দাঁড়াতে পারব। আমি আপনাদের সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। আপনাদের যে কষ্টটা হচ্ছে তাঁর থেকে দ্রুত সুস্থতা কামনা করি।’
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত, জন্মগত হৃদ্রোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক কর্মসূচির আওতায় অনুষ্ঠানে ১৩৬ জন রোগীকে ৫০ হাজার করে ৬৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি দীপু মনি রোগীদের হাতে এসব চেক তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জে আর ওয়াদুদ টিপু, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন্নাহার চৌদুরী।
জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজি.) মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়। স্বাগত বক্তব্য দেন সমাজকল্যাণ অধিদপ্তরের (চাঁদপুর) উপপরিচালক রজত শুভ্র সরকার।
সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি বলেছেন, ‘জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন, তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়নের জন্য এখন কাজ করে চলেছেন। তিনি যেভাবের দেশের অর্থনৈতিক উন্নয়ন করছেন, দেশ তত অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।’
আজ শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর স্টেডিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী এসব কথা বলেন।
দীপু মনি বলেন, ‘আমাদের এই রোগীদের পাশে দাঁড়ানোর সক্ষমতা আমরা দেখতে পাচ্ছি। কারণ দেশে সরকারি ভালো ভালো হাসপাতাল তৈরি হয়েছে। অনেক ডায়াগনস্টিক সেন্টার হয়েছে এবং সেখানে স্বল্পমূল্যে ভালো চিকিৎসার ব্যবস্থা আছে। কাজেই আপনাদের বলব কোনো দালালের খপ্পরে পড়বেন না। আপনার অসুস্থতার বিষয়ে সরাসরি চিকিৎসকের কাছে যাবেন এবং সেবা নেবেন। প্রয়োজন হলে সরকারি হাসপাতালে যাবেন। আপনাদের অনুরোধ করব সরকারি হাসপাতালে গেলে সেখানে সবচাইতে ভালো চিকিৎসা পাবেন এটির নিশ্চয়তা দেওয়া যায়। কারণ এসব হাসপাতালগুলোতে দেশের সবচেয়ে অভিজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন।’
শেখ হাসিনার সরকার সমাজ সেবায় মানুষের পাশে দাঁড়াচ্ছে উল্লেখ করে দীপু মনি বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আপনাদের পাশে আরও বেশি দাঁড়াতে পারব। আমি আপনাদের সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। আপনাদের যে কষ্টটা হচ্ছে তাঁর থেকে দ্রুত সুস্থতা কামনা করি।’
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত, জন্মগত হৃদ্রোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক কর্মসূচির আওতায় অনুষ্ঠানে ১৩৬ জন রোগীকে ৫০ হাজার করে ৬৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি দীপু মনি রোগীদের হাতে এসব চেক তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জে আর ওয়াদুদ টিপু, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন্নাহার চৌদুরী।
জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজি.) মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়। স্বাগত বক্তব্য দেন সমাজকল্যাণ অধিদপ্তরের (চাঁদপুর) উপপরিচালক রজত শুভ্র সরকার।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে