Ajker Patrika

সবার চোখে মুখে একটাই স্বপ্ন ছিল দেশকে স্বাধীন করা: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
সবার চোখে মুখে একটাই স্বপ্ন ছিল দেশকে স্বাধীন করা: শিক্ষামন্ত্রী

সবার চোখে মুখে একটাই স্বপ্ন ছিল দেশকে স্বাধীন করা বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার (২৬ মার্চ) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।

এ সময় দীপু মনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তখন সবার চোখে মুখে একটাই স্বপ্ন ছিল দেশকে স্বাধীন করা। জীবনের মায়া নিয়ে আপনারা (বীর মুক্তিযোদ্ধা) করেননি। আপনাদের কারণে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক বলতে পারি।’ 

দীপু মনি আরও বলেন, ‘ধর্মভিত্তিক রাজনীতি রাষ্ট্রের জন্যে কখনো শুভ নয়। আওয়ামী লীগের কারণে বাঙালি স্বাধীনতা পেয়েছে। যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, আজকে তারা নাকি মানুষের অধিকারের কথা বলে। যুদ্ধাপরাধীর বিচার শুরু করেছিল বঙ্গবন্ধু, সেই বিচার জিয়াউর রহমান বন্ধ করে তাদের ক্ষমতায় বসিয়েছিল। বিএনপি চায় আমাদের ভিক্ষুকের জাতিতে পরিণত করতে।’

অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।

আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন শিক্ষামন্ত্রীসহ অতিথিরা। এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রায় দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে বরণ করেন শিক্ষামন্ত্রী, জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত