কুমিল্লার ঐতিহাসিক লালমাই পাহাড়ে সফল ভাবে শেষ হয়েছে আকিজ বাইসাইকেল কুমিল্লা এমটিবি চ্যালেঞ্জ ২০২৪। ট্রায়াথলন ড্রিমার্স ও টিম কোটবাড়ী আয়োজিত এই সাইকেল রেসে অংশ নেন ১৫০ জন রেসার। দেশের ৬৪ জেলা থেকে রেসাররা অংশ নেন এ ইভেন্টে।
আজ শুক্রবার রেস শুরু হয় সকাল ৬টায় কুমিল্লার কোটবাড়ীর সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে। এরপর যথাক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ডাইনো পার্ক মোড়, রাজ খাল, আদিমামুড়া পাহাড়-জামমুড়া-উজিরপুর পাহাড় হয়ে মোট ২১ কিলোমিটার পাহাড়ি, আপহিল ও ডাউনহিল রাস্তা অতিক্রম করে এটি শেষ হয় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
ছেলেদের মধ্যে সবচেয়ে কম সময়ে রেস শেষ করেন রাকিবুল ইসলাম। তিনি সময় নেন ৫৩ মিনিট ৩৪ দশমিক ১০ সেকেন্ড। আর মেয়েদের মধ্যে সবচেয়ে কম সময়ে রেস শেষ করেন তাবাসসুম ফেরদৌস। তিনি সময় নেন ১ ঘণ্টা ১১ মিনিট ২১ দশমিক ১৬ সেকেন্ড।
ট্রায়াথলন ড্রিমার্স ও টিম কোটবাড়ী আয়োজিত এই সাইকেল রেসের স্লোগান ‘রেস টু সেভ মাউন্টেন’। ১২০ জন রেসার সফলভাবে কাট অব টাইমের মধ্যে রেস শেষ করেন। রেস শেষে পুরুষ ও নারী ক্যাটাগরিতে মোট ১৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। রেস শেষে বিজয়ীদের হাতে মেডেল, পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অতিথি এবং আয়োজক কমিউনিটির সদস্যরা।
আকিজ বাইসাইকেল কুমিল্লা এমটিবি চ্যালেঞ্জ ২০২৪–এর টাইটেল স্পনসর আকিজ বাইসাইকেল, হসপিটালিটি পার্টনার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ ছাড়া সহযোগী পার্টনার হিসেবে ছিল লং সিং ও ক্যাট, ভলান্টিয়ার সাপোর্ট, দুই চাকায় বাংলাদেশ। হাইড্রেশন পার্টনার হিসেবে ছিল ভোল্টেজ ইলেকট্রো লাইটস ড্রিংকস, প্রোডাকশন পার্টনার আপলিফট বাংলাদেশ, আইটি সলিউশন পার্টনার এক্সপ্রেস সলিউশন লিমিটেড এবং নিউট্রিশন পার্টনার ছিল নিউট্রি+। গিফট পার্টনার বাইকশপ বিডি, ফোর সিজন বিডি, সাইকেল ম্যাকানিক্স এবং ফারুক সাইকেল সার্ভিসিং। এ ইভেন্টের মিডিয়া পার্টনার ছিল আজকের পত্রিকা।
কুমিল্লার ঐতিহাসিক লালমাই পাহাড়ে সফল ভাবে শেষ হয়েছে আকিজ বাইসাইকেল কুমিল্লা এমটিবি চ্যালেঞ্জ ২০২৪। ট্রায়াথলন ড্রিমার্স ও টিম কোটবাড়ী আয়োজিত এই সাইকেল রেসে অংশ নেন ১৫০ জন রেসার। দেশের ৬৪ জেলা থেকে রেসাররা অংশ নেন এ ইভেন্টে।
আজ শুক্রবার রেস শুরু হয় সকাল ৬টায় কুমিল্লার কোটবাড়ীর সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে। এরপর যথাক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ডাইনো পার্ক মোড়, রাজ খাল, আদিমামুড়া পাহাড়-জামমুড়া-উজিরপুর পাহাড় হয়ে মোট ২১ কিলোমিটার পাহাড়ি, আপহিল ও ডাউনহিল রাস্তা অতিক্রম করে এটি শেষ হয় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
ছেলেদের মধ্যে সবচেয়ে কম সময়ে রেস শেষ করেন রাকিবুল ইসলাম। তিনি সময় নেন ৫৩ মিনিট ৩৪ দশমিক ১০ সেকেন্ড। আর মেয়েদের মধ্যে সবচেয়ে কম সময়ে রেস শেষ করেন তাবাসসুম ফেরদৌস। তিনি সময় নেন ১ ঘণ্টা ১১ মিনিট ২১ দশমিক ১৬ সেকেন্ড।
ট্রায়াথলন ড্রিমার্স ও টিম কোটবাড়ী আয়োজিত এই সাইকেল রেসের স্লোগান ‘রেস টু সেভ মাউন্টেন’। ১২০ জন রেসার সফলভাবে কাট অব টাইমের মধ্যে রেস শেষ করেন। রেস শেষে পুরুষ ও নারী ক্যাটাগরিতে মোট ১৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। রেস শেষে বিজয়ীদের হাতে মেডেল, পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অতিথি এবং আয়োজক কমিউনিটির সদস্যরা।
আকিজ বাইসাইকেল কুমিল্লা এমটিবি চ্যালেঞ্জ ২০২৪–এর টাইটেল স্পনসর আকিজ বাইসাইকেল, হসপিটালিটি পার্টনার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ ছাড়া সহযোগী পার্টনার হিসেবে ছিল লং সিং ও ক্যাট, ভলান্টিয়ার সাপোর্ট, দুই চাকায় বাংলাদেশ। হাইড্রেশন পার্টনার হিসেবে ছিল ভোল্টেজ ইলেকট্রো লাইটস ড্রিংকস, প্রোডাকশন পার্টনার আপলিফট বাংলাদেশ, আইটি সলিউশন পার্টনার এক্সপ্রেস সলিউশন লিমিটেড এবং নিউট্রিশন পার্টনার ছিল নিউট্রি+। গিফট পার্টনার বাইকশপ বিডি, ফোর সিজন বিডি, সাইকেল ম্যাকানিক্স এবং ফারুক সাইকেল সার্ভিসিং। এ ইভেন্টের মিডিয়া পার্টনার ছিল আজকের পত্রিকা।
গাজীপুরের শ্রীপুরে একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা খেয়ে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় লেগুনা চালকসহ অন্তত ১২ শ্রমিক আহত হন। আজ শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মাওনা বরমী আঞ্চলিক সড়কের আনসার টেপিরবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে আট বিঘা পুকুরে বিষ প্রয়োগ করে ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে নুরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের নিশ্চিন্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে মাছচাষী মাহাফুজুর রহমান (২৫) বড়াইগ্রাম থানায় একই গ্রামের নুরুল ইসলামের বিরুদ
৪৪ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় তিন মিষ্টির দোকানসহ আট প্রতিষ্ঠান ও এক লরি চালককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মেয়াদোত্তীর্ণ খাবার মজুত, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও সড়কে অবৈধ গাড়ি পার্কিংয়ের অভিযোগে এই জরিমানা করা হয়।
২ ঘণ্টা আগেঝিনাইদহ পৌর এলাকায় মাত্র ২০ টাকা পাওয়া পরিশোধ নিয়ে কলহের জেরে ছুরিকাঘাতে আহত মো: মঞ্জুর বিশ্বাস (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে