কক্সবাজার প্রতিনিধি
সাগরপথে স্বপ্নের দেশ মালয়েশিয়া নেওয়ার কথা বলে একদল রোহিঙ্গা নাগরিককে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্রসৈকতে নামিয়ে দিয়েছে দালাল চক্র। প্রায় ১০ দিন আগে তাঁদের টেকনাফ সমুদ্র উপকূলে মাছ ধরার ট্রলারে তোলা হয়েছিল। চক্রটি তাঁদের বঙ্গোপসাগরে ভাসিয়ে আজ সোমবার ভোরে মালয়েশিয়া পৌঁছেছে বলে সেখানে নামিয়ে দেয়। খবর পেয়ে ২৬ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁরা বর্তমানে কোস্ট গার্ডের হেফাজতে রয়েছেন।
আটক রোহিঙ্গারা জানান, তাঁরা উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের বিভিন্ন ক্যাম্পের শরণার্থী। দালালদের মাধ্যমে তাঁরা মালয়েশিয়ায় যেতে চেয়েছিলেন। দালালেরা তাঁদের ট্রলারটি গভীর সমুদ্রে ভাসিয়ে দিয়ে সটকে পড়ে।
স্থানীয়রা জানান, আজ ভোরে প্রায় শতাধিক রোহিঙ্গা সৈকত থেকে লোকালয়ে আসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। এর মধ্যে অন্তত ৭০ জন রোহিঙ্গা অন্যত্র চলে যান। পরে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় ২৬ জনকে আটক করে।
উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আটক খুরশিদা বেগম (২৪) জানান, মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে টেকনাফ থেকে ট্রলারে রওনা দেওয়ার পথে মিয়ানমারের নৌবাহিনী বাধা দেয়। সেখান থেকে ট্রলারের মাঝি গভীর সাগরের দিকে চলে আসে এবং ১০ দিন সাগরে ঘুরিয়ে মালয়েশিয়া পৌঁছানোর কথা বলে তাঁরা পালিয়ে যান।
এ বিষয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ২৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাঁরা বর্তমানে কোস্ট গার্ডের হেফাজতে রয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাগরপথে স্বপ্নের দেশ মালয়েশিয়া নেওয়ার কথা বলে একদল রোহিঙ্গা নাগরিককে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্রসৈকতে নামিয়ে দিয়েছে দালাল চক্র। প্রায় ১০ দিন আগে তাঁদের টেকনাফ সমুদ্র উপকূলে মাছ ধরার ট্রলারে তোলা হয়েছিল। চক্রটি তাঁদের বঙ্গোপসাগরে ভাসিয়ে আজ সোমবার ভোরে মালয়েশিয়া পৌঁছেছে বলে সেখানে নামিয়ে দেয়। খবর পেয়ে ২৬ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁরা বর্তমানে কোস্ট গার্ডের হেফাজতে রয়েছেন।
আটক রোহিঙ্গারা জানান, তাঁরা উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের বিভিন্ন ক্যাম্পের শরণার্থী। দালালদের মাধ্যমে তাঁরা মালয়েশিয়ায় যেতে চেয়েছিলেন। দালালেরা তাঁদের ট্রলারটি গভীর সমুদ্রে ভাসিয়ে দিয়ে সটকে পড়ে।
স্থানীয়রা জানান, আজ ভোরে প্রায় শতাধিক রোহিঙ্গা সৈকত থেকে লোকালয়ে আসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। এর মধ্যে অন্তত ৭০ জন রোহিঙ্গা অন্যত্র চলে যান। পরে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় ২৬ জনকে আটক করে।
উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আটক খুরশিদা বেগম (২৪) জানান, মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে টেকনাফ থেকে ট্রলারে রওনা দেওয়ার পথে মিয়ানমারের নৌবাহিনী বাধা দেয়। সেখান থেকে ট্রলারের মাঝি গভীর সাগরের দিকে চলে আসে এবং ১০ দিন সাগরে ঘুরিয়ে মালয়েশিয়া পৌঁছানোর কথা বলে তাঁরা পালিয়ে যান।
এ বিষয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ২৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাঁরা বর্তমানে কোস্ট গার্ডের হেফাজতে রয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৩০ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে