রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
পাহাড়ি জনপদ রামগড় এখন রঙিন ফলের রাজ্যে পরিণত হয়েছে। গ্রীষ্মের দাবদাহের মধ্যেও চারপাশ যেন রসালো এক উৎসবে মাতোয়ারা। লিচু, আম, কাঁঠাল, আনারস, চালতা, কামরাঙা—নানা জাতের ফলের বাহারে মুখর হাটবাজার, ছড়িয়ে পড়েছে মিষ্টি সুগন্ধ। কিন্তু এই বাহারি উৎসবের আড়ালে রয়ে গেছে এক চাপা কষ্ট—দুর্বল যোগাযোগব্যবস্থা, ভাঙা রাস্তা আর দালালনির্ভর বাজারব্যবস্থায় স্বপ্ন পূরণ হচ্ছে না কৃষকের।
রামগড়ের বিভিন্ন পাহাড়ি বাগানে এবার ফলনের পরিমাণ আশাব্যঞ্জক। কিন্তু ফল বাজারে পৌঁছাতে না পারায় কৃষকদের অনেক ফল পথেই নষ্ট হচ্ছে। লাভের হিসাব মিলছে না।
কৃষকদের অভিযোগ, সময়মতো ফল পরিবহন করতে না পারায় ভালো দামে বিক্রি করা যাচ্ছে না। একদিকে পাহাড়ি পথে গাড়ি ওঠানো কঠিন, অন্যদিকে অতিরিক্ত খরচ। এতে কৃষকের পরিশ্রমের বড় অংশই চলে যাচ্ছে দালাল আর পরিবহন মালিকদের পকেটে।
কুমিল্লা থেকে আসা পাইকার কবির আহমেদ বলেন, ‘ফেনী, নোয়াখালী, কুমিল্লায় রামগড়ের ফলের চাহিদা অনেক। কিন্তু রাস্তাঘাট এতই খারাপ যে ফল তুলতেই ভয় লাগে—পচে যাবে কি না, ভেবেই শঙ্কা হয়।’
রামগড় বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি কোণজুড়ে পাহাড়ি ফলের স্তূপ। লিচু বিক্রি হচ্ছে প্রতি শ ৫৫০–৬০০ টাকায়। আম কেজি ৮০–১২০ টাকা, আনারস জোড়া ৮০–১০০ টাকা। মাঝারি কাঁঠাল ৮০ টাকা, বড় কাঁঠাল ১৫০ টাকা দরে। দেশি জাম ১৫০–২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চালতা, কামরাঙা, তেঁতুলের সরবরাহ তুলনামূলক কম হলেও বাজারে পাওয়া যাচ্ছে।
সদর এলাকার আমেনা বেগম বলেন, ‘এই সময়টার জন্য আমরা অপেক্ষা করি সারা বছর। পাহাড়ি লিচু আর কাঁঠালের স্বাদ অন্য কোথাও পাওয়া যায় না।’
স্থানীয় ফলচাষি উমেশ ত্রিপুরা বলেন, ‘লিচু আর আনারসে লাভ ভালো হলেও পরিবহন সমস্যা মার খাওয়াচ্ছে। বৃষ্টি হলে গাড়ি চলেই না। অনেক সময় ফল নষ্ট হয়ে যায়। প্রতি শ কাঁঠালে প্রায় ৪ হাজার টাকা পাই, কিন্তু দালাল আর পরিবহন খরচে লাভ কমে যায়।’
দোকানি মনির হোসেন বলেন, ‘এবার কাঁঠাল আর আনারস বেশি আসছে, লিচু কম। তাই লিচুর দামও তুলনামূলক বেশি। চালতা আর কামরাঙ্গা এখন আর আগের মতো হয় না। কিছু কিছু বাড়িতে এখনো চাষ হয়, তাই বাজারে একটু-আধটু পাওয়া যাচ্ছে।’
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শরীফ উল্লা বলেন, ‘এবার আম ও কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। তবে লিচুর পরিমাণ কিছুটা কম। যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় কৃষকেরা সঠিকভাবে বাজারজাত করতে পারছেন না। এতে ক্ষতি হচ্ছে।’
পরিবেশকর্মী করিম শাহ বলেন, ‘রামগড়ের বাজার এখন এক রসালো উৎসব। নানা জাতের ফলের স্বাদ নিতে ক্রেতারা ভিড় করছেন। তবে পরিবহন সমস্যা আর দেশি ফলের ঘাটতি দুঃখজনক। সময়মতো ব্যবস্থা না নিলে এই ঐতিহ্য হারিয়ে যেতে পারে।’
পাহাড়ি জনপদ রামগড় এখন রঙিন ফলের রাজ্যে পরিণত হয়েছে। গ্রীষ্মের দাবদাহের মধ্যেও চারপাশ যেন রসালো এক উৎসবে মাতোয়ারা। লিচু, আম, কাঁঠাল, আনারস, চালতা, কামরাঙা—নানা জাতের ফলের বাহারে মুখর হাটবাজার, ছড়িয়ে পড়েছে মিষ্টি সুগন্ধ। কিন্তু এই বাহারি উৎসবের আড়ালে রয়ে গেছে এক চাপা কষ্ট—দুর্বল যোগাযোগব্যবস্থা, ভাঙা রাস্তা আর দালালনির্ভর বাজারব্যবস্থায় স্বপ্ন পূরণ হচ্ছে না কৃষকের।
রামগড়ের বিভিন্ন পাহাড়ি বাগানে এবার ফলনের পরিমাণ আশাব্যঞ্জক। কিন্তু ফল বাজারে পৌঁছাতে না পারায় কৃষকদের অনেক ফল পথেই নষ্ট হচ্ছে। লাভের হিসাব মিলছে না।
কৃষকদের অভিযোগ, সময়মতো ফল পরিবহন করতে না পারায় ভালো দামে বিক্রি করা যাচ্ছে না। একদিকে পাহাড়ি পথে গাড়ি ওঠানো কঠিন, অন্যদিকে অতিরিক্ত খরচ। এতে কৃষকের পরিশ্রমের বড় অংশই চলে যাচ্ছে দালাল আর পরিবহন মালিকদের পকেটে।
কুমিল্লা থেকে আসা পাইকার কবির আহমেদ বলেন, ‘ফেনী, নোয়াখালী, কুমিল্লায় রামগড়ের ফলের চাহিদা অনেক। কিন্তু রাস্তাঘাট এতই খারাপ যে ফল তুলতেই ভয় লাগে—পচে যাবে কি না, ভেবেই শঙ্কা হয়।’
রামগড় বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি কোণজুড়ে পাহাড়ি ফলের স্তূপ। লিচু বিক্রি হচ্ছে প্রতি শ ৫৫০–৬০০ টাকায়। আম কেজি ৮০–১২০ টাকা, আনারস জোড়া ৮০–১০০ টাকা। মাঝারি কাঁঠাল ৮০ টাকা, বড় কাঁঠাল ১৫০ টাকা দরে। দেশি জাম ১৫০–২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চালতা, কামরাঙা, তেঁতুলের সরবরাহ তুলনামূলক কম হলেও বাজারে পাওয়া যাচ্ছে।
সদর এলাকার আমেনা বেগম বলেন, ‘এই সময়টার জন্য আমরা অপেক্ষা করি সারা বছর। পাহাড়ি লিচু আর কাঁঠালের স্বাদ অন্য কোথাও পাওয়া যায় না।’
স্থানীয় ফলচাষি উমেশ ত্রিপুরা বলেন, ‘লিচু আর আনারসে লাভ ভালো হলেও পরিবহন সমস্যা মার খাওয়াচ্ছে। বৃষ্টি হলে গাড়ি চলেই না। অনেক সময় ফল নষ্ট হয়ে যায়। প্রতি শ কাঁঠালে প্রায় ৪ হাজার টাকা পাই, কিন্তু দালাল আর পরিবহন খরচে লাভ কমে যায়।’
দোকানি মনির হোসেন বলেন, ‘এবার কাঁঠাল আর আনারস বেশি আসছে, লিচু কম। তাই লিচুর দামও তুলনামূলক বেশি। চালতা আর কামরাঙ্গা এখন আর আগের মতো হয় না। কিছু কিছু বাড়িতে এখনো চাষ হয়, তাই বাজারে একটু-আধটু পাওয়া যাচ্ছে।’
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শরীফ উল্লা বলেন, ‘এবার আম ও কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। তবে লিচুর পরিমাণ কিছুটা কম। যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় কৃষকেরা সঠিকভাবে বাজারজাত করতে পারছেন না। এতে ক্ষতি হচ্ছে।’
পরিবেশকর্মী করিম শাহ বলেন, ‘রামগড়ের বাজার এখন এক রসালো উৎসব। নানা জাতের ফলের স্বাদ নিতে ক্রেতারা ভিড় করছেন। তবে পরিবহন সমস্যা আর দেশি ফলের ঘাটতি দুঃখজনক। সময়মতো ব্যবস্থা না নিলে এই ঐতিহ্য হারিয়ে যেতে পারে।’
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২৩ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২৮ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩৩ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে